আগামী বছর ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ জিতব – শোয়েব

519

Get real time updates directly on you device, subscribe now.

এই বিশ্বকাপে ব্যর্থ হলেও আগামী বছর ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ জিতবে বলে বিশ্বাস করেন শোয়েব। কঠিন সময়ে দলের পাশেই আছেন বলে জানিয়েছেন শোয়েব।

 

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে হৃদয়ভঙ্গের ঘটনা ঘটেছে পাকিস্তানের। ইংল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটের হারের ফলে টুর্নামেন্টজুড়ে দারুণ খেলেও রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে বাবর আজমের দলকে।

 

দারুণ এক রোলার কোস্টার টুর্নামেন্টই যেন কাটালো পাকিস্তান। গ্রুপপর্বের প্রথম দুই ম্যাচে হেরে যেখানে বিদায়ঘণ্টা বাজতে বসেছিল দলের, সেখানে বাকি তিন ম্যাচেই দাপটের সাথে জিতে দারুণভাবে ঘুরে দাঁড়ায় তারা। প্রচন্ড জটিল এক সমীকরণ মিলিয়ে চলে যায় সেমিফাইনালেও। সেমিতে গিয়ে দারুণ খেলতে থাকা নিউজিল্যান্ডকেও থামিয়ে দেন বাবর-রিজওয়ানরা। তবে এত ভালো খেলেও শিরোপাটা আর জেতা হলো না পাকিস্তানের। ফাইনালে জিতে ট্রফিটা বাগিয়ে নিয়েছে ইংল্যান্ড।

 

টুর্নামেন্টের শুরুর দিকে পাকিস্তানের বাজে পারফরম্যান্সের পর বেজায় চটেছিলেন সাবেক ক্রিকেটাররা। একের পর এক সমালোচনার বান যেন ছুটে যাচ্ছিল বাবরবাহিনীর দিকে। তবে টুর্নামেন্টের শেষদিকে দলের ভালো পারফরম্যান্সের পর সমালোচনা কমে এসেছে অনেকটাই। দলের এমন প্রচেষ্টা, পারফরম্যান্সের প্রশংসা করতেও ভুলছেন না সাবেক ক্রিকেটাররা।

 

ক্রিকেটের সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব সাবেক পাকিস্তানি পেসার শোয়েব আখতার। পাকিস্তানের ক্রিকেট নিয়েই বেশিরভাগ সময় মেতে থাকেন শোয়েব। ফাইনালে দলের হারের পরেও নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় শোয়েব বলেছেন, ‘পাকিস্তান দল দারুণ খেলেছে। দলটা ফাইনালে জায়গা করে নিয়েছে। আমাদের বোলিং পুরো বিশ্বকাপেই ভালো করেছে। ভাগ্য ভালো ছিল ঠিকই। তবে পাকিস্তান ভালো খেলেই ফাইনালে জায়গা করে নিয়েছিল। বাবররা ফাইনালের খেলার যোগ্য দল।’

 

তবে ম্যাচ চলাকালীন শাহীন শাহ আফ্রিদির চোটে পড়ার ফলে ম্যাচে অনেকটাই পিছিয়ে যায় পাকিস্তান। শোয়েবের মতে ম্যাচের টার্নিং পয়েন্টও ছিল সেটাই, ‘শাহীনের চোটে পড়াটা ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল। তবু যা হয়েছে, সেটাকে আমি ভালোই বলব। আমাদের মাথা নিচু করা উচিত হবে না।’

 

তবে এই বিশ্বকাপে ব্যর্থ হলেও আগামী বছর ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ জিতবে বলে বিশ্বাস করেন শোয়েব। কঠিন সময়ে দলের পাশেই আছেন জানিয়ে শোয়েব বলেন, ‘আমি পাকিস্তান দলের পাশে আছি। কোনো চিন্তা নেই। দল হেরেছে, কষ্ট পেয়েছি, হতাশ হয়েছি। কিন্তু জাতীয় দলের সঙ্গে আছি। ইনশাল্লাহ আমরা ভারতের মাটিতে বিশ্বকাপ জিতব।’

 

এছাড়া ফাইনালে ইংল্যান্ডের জয়ের নায়ক বেন স্টোকসকে প্রশংসায় ভাসাতেও ভোলেননি শোয়েব, ‘বেন স্টোকস ২০১৬ সালে ছক্কা খেয়ে ইংল্যান্ডকে হারিয়েছিল। সে আজ দলকে শিরোপা জিতিয়ে দায়মোচন করল।’

Get real time updates directly on you device, subscribe now.