ইংল্যান্ডকে দেখে ভয়ে কাঁপছে পাকিস্তান, দাবি পিটারসেনের
সাবেক ইংলিশ ক্রিকেটারের সেই ইচ্ছা পূরণ হয়েছে। ইংল্যান্ড-পাকিস্তান ফাইনাল চেয়েছিলেন কেভিন পিটারসেন। ফাইনালের আগে আরেক বক্তব্য দিয়ে আবারও তিনি আলোচনায়। এবার পিটারসেন দাবি করলেন, ইংল্যান্ডকে দেখে নাকি ভয় পাচ্ছে পাকিস্তান!
ইংল্যান্ডের ফাইনালের পথে কাঁটা ছিল ভারত। সেই ভারতকে জস বাটলারের দল পাত্তাই দেয়নি। ভারতকে সেমিফাইনালে ইংল্যান্ড যেভাবে হারিয়েছে, সেই দাপট দেখেই পাকিস্তান ভয়ে কাঁপছে বলে মনে করেন পিটারসেন।ইংল্যান্ড দল উড়ছে। পাকিস্তান নিশ্চয়ই ভয়ে কাঁপছে।’
ইংল্যান্ড এত দারুণ খেলে ফাইনালে উঠেছে যে, পিটারসেন কোনো দ্বিধা ছাড়াই নিজের উত্তরসূরিদের নিয়ে বাজি ধরতে প্রস্তুত। তিনি বলেন, ‘ইংল্যান্ড দুর্দান্ত ছিল। টি-টোয়েন্টি ক্রিকেটের মান তারা নির্ধারণ করে দিচ্ছে। তারা ক্রিজে এসেই মারা শুরু করে। শুধু আন্তর্জাতিক ক্রিকেটেই নয়, ঘরোয়া ক্রিকেটেও।’
ভারতের বোলারদের কচুকাটা করে জস বাটলার ও অ্যালেক্স হেলস যেভাবে রান তুলেছেন, তার মূল্যায়ন করে পিটারসেন বলেন, ‘তারা প্রথম ৬ ওভারেই ৬০-৭০ রান জড়ো করার চেষ্টা করে। ৪৫ রান নিয়ে বসে খুশি থাকে না। ইংল্যান্ড ব্যাট হাতে যেমন পারফর্ম করেছে তা দেখে পাকিস্তানি বোলারদের মন খারাপ হবে।’
আগামী রবিবার (১৩ নভেম্বর) মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হবে বিশ্বকাপের অষ্টম আসরের দুই ফাইনালিস্ট পাকিস্তান ও ইংল্যান্ড। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দুইটায়।