উইজডেনের বর্তমান সেরা একাদশে সাকিব
মাঝে একটা বছর আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলেন সাকিব আল হাসান। তাই পিছিয়ে পড়েছিলেন র্যাঙ্কিংয়ে। তবে ফেরার পর থেকেই দুর্দান্ত ফর্মে আছেন এ বাঁহাতি অলরাউন্ডার। গড়ে চলেছেন একের পর এক নয়া রেকর্ড। এখন তিনি টি২০ র্যাঙ্কিংয়েও বিশ্বের এক নম্বর অলরাউন্ডার হিসেবে অবস্থানটা পুনরুদ্ধার করেছেন। আর আগে থেকেই ওয়ানডের বিশ্বসেরা অলরাউন্ডার ছিলেন। তবে টেস্টের র্যাঙ্কিংয়ে অলরাউন্ডার হিসেবে তার অবস্থান পাঁচে। তিন ফরমেটেই এরকম দুর্দান্ত অবস্থানের জন্য সাকিবকে উইজডেন ইন্ডিয়া বর্তমান সময়ের সেরা একাদশে ঠাঁই দিয়েছে। উইজডেন ইন্ডিয়ার বিবেচনায় তিন ফরমেটের আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে সেরা একাদশটির অবশ্য কোন অধিনায়ক নির্বাচন করা হয়নি।