কাতারে বিশ্বকাপে ডাচদের কোচের দায়িত্বে ভ্যান গল

121

Get real time updates directly on you device, subscribe now.

বিশ্বকাপের আগে নেদারল্যান্ড ফুটবল দলের কোচ হলেন লুইস ভ্যান গল। কাতার বিশ্বকাপে তাঁর তত্ত্বাবধানেই চ্যাম্পিয়নশিপের দৌড়ে নামবেন ডাচরা। ৮ বছর আগে ব্রাজিল বিশ্বকাপের সেফিফাইনালে পৌঁছেছিল নেদারল্যান্ড। সে সময় নেদারল্যান্ডের কোচ ছিলেন ভ্যান গল। ভ্যান গলের নেতৃত্বদান এবং ট্য়াকটিক্যাল মুন্সিয়ান্সার জন্য পরিচিত। গত ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে পৌঁছতে পারেনি নেদারল্যান্ড। সে সময় নেদারল্যান্ডের কোচ ছিলেন ফ্রাঙ্ক ডে বোর। তিনি দায়িত্ব ছাড়ার পরই ডাচ ফুটবলের দায়িত্ব পান বর্ষীয়ান ভ্যান গল।

নেদারল্যান্ড তিন বারের বিশ্বকাপ রানার্স আপ। কিন্তু এক বারও বিশ্বকাপ জয়ে স্বাদ পায়নি ইউরোপের এই দেশ। কাতারে ভ্যান গলের প্রশিক্ষণেই সেই আক্ষেপ মেটাতে চাইছেন ডাচরা। ২০২২ সালের বিশ্বকাপে গ্রুপ-এ তে রয়েছে নেদারল্যান্ড। গ্রুপ পর্যায়ের ম্য়াচে তাদের মুখোমুখি হতে হবে কাতার, ইকুয়াডর এবং সেনেগালের সঙ্গে। ভ্যান গলের দায়িত্ব নেওয়া অনেকটাই অনিশ্চিত ছিল। এপ্রিল মাসেও প্রস্টেট ক্যানসারে চিকিৎসা নিয়ে ব্যস্ত ছিলেন। সেই সমস্যা কিছুটা কম হওয়ার পর নেদারল্যান্ডের দায়িত্ব নেন তিনি।

২০১৪ সালে তাঁর নেতৃত্বে দুরন্ত ফুটবল উপহার দিয়েছিল নেদারল্যান্ড। কোস্টারিকার বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালের ম্যাচ নির্ধারিত সময় অবধি অমীমাংসিত ছিল। এর পর পেনাল্টি শুটআউটে ৪-৩ গোলে জেতে নেদারল্যান্ড। পেনাল্টি শুটআউটের আগে রিজার্ভ বেঞ্চে থাকা কার্লকে খেলতে নামান। তিনি ২ টি গোল বাঁচিয়ে দলকে সেমিফাইনালে যেতে সাহায্য করেন। যদি সেমিফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে হেরে যায় ডাচরা।

ভ্যান গল দীর্ঘদিন ধরেই কোচিং করাচ্ছেন। জাতীয় দলের পাশাপাশি ইউরোপের বড় ক্লাবে কোচিং করিয়ে সাফল্য পেয়েছেন তিনি। ১৯৯৫ সালে তাঁর কোচিংয়েই অ্যাজাক্স চ্যাম্পিয়ন লিগ জিতেছিল। পরবর্তী কালে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মতো ক্লাবেও কোচিং করিয়েছেন তিনি। যদি কাতারে বিশ্বকাপ আয়োজন করার তীব্র সমালোচকদের মধ্যে অন্যতম ছিলেন ভ্যান গল। এই সিদ্ধান্তকে হাস্যকর বলেছিলেন। বাণিজ্যিক স্বার্থ চরিতার্থের জন্যই কাতারে বিশ্বকাপের আয়োজন করা হয়েছে বলে তোপ দেগেছিলেন। সেই দেশেই ডাচদের চ্যাম্পিয়ন করার লক্ষ্যে মাঠে নামবেন তিনি।

Get real time updates directly on you device, subscribe now.