কেন ব্রাত্য শামি? রোহিত-রাহুলের কাছে জবাব চাইছেন শাস্ত্রী
এশিয়া কাপে (Asia Cup 2022) সুপার ফোরের ম্যাচে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারত মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কার (India vs Sri Lanka)। এশিয়া কাপে টিকে থাকার জন্য ভারতকে এই ম্যাচ জিততেই হত।
ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri) ও ৮৩-র বিশ্বকাপ জয়ী সদস্য আর চুপ করে থাকতে পারলেন না। শামিকে ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটে উপেক্ষিত করে রাখার জন্য, শাস্ত্রী একহাত নিলেন রোহিত শর্মা ও রাহুল দ্রাবিড়েরনেতৃত্বাধীন ভারতীয় টিম ম্যানেজমেন্টকে! গতবছর সংযুক্ত আরব আমিরশাহিতে টি-২০ বিশ্বকাপে শামি শেষবার দেশের জার্সিতে কুড়ি ওভারের ফরম্যাটে খেলেছেন। এরপর থেকে তাঁকে আর দেশের জার্সিতে কুড়ি ওভারের ক্রিকেটে দেখা যায়নি।