‘কোহলি’ বীরত্বে প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেটবোদ্ধারা

ক্রিকেটের বিরাট সত্য, বিরাট সুন্দর। বিরাট সত্যিই বিরাট। বিরাটরা কখনও হারিয়ে যান না, আরও বিরাট হয়ে ফিরে আসেন। বিরাট 'অবিশ্বাস্য' কোহলি, বিরাট

97

Get real time updates directly on you device, subscribe now.

ক্রিকেটের বিরাট সত্য, বিরাট সুন্দর। বিরাট সত্যিই বিরাট। বিরাটরা কখনও হারিয়ে যান না, আরও বিরাট হয়ে ফিরে আসেন। বিরাট ‘অবিশ্বাস্য’ কোহলি, বিরাট ‘অতিমানবীয়’ কোহলি, বিরাট ‘অনিন্দ্যসুন্দর’ কোহলি, বিরাট ‘বিশ্ব সেরা’ কোহলি। কুর্নিশ কিং কোহলি।

প্রায় ৩ বছর পাননি সেঞ্চুরির দেখা, এশিয়া কাপে আফগানদের বিপক্ষে সেঞ্চুরি করে নিন্দুকদের মুখ এঁটে দিয়েছিলেন ‘কিং কোহলি’। আর রোববার টি-টোয়েন্টি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে কোহলির অতিমানবীয় ব্যাটিংয়ে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। বিরাট কোহলি ফিরেন, আরো বিরাট হয়ে, আরো ভয়ংকর হয়ে, ২২ গজের পিচে বোলারদের বিপক্ষে রাজত্ব করার জন্যই ফিরেন বিরাট কোহলি।

বিরাট কোহলির ব্যাটে ভর করে ৪ উইকেটের জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করেছে হট ফেভারিট ভারত। তবে ইন্টারনেট জুড়ে শুধুই বিরাট বন্দনা।

সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহক লিটল মাস্টার শচিন টেন্ডুলকার তার টুইটে লিখেন, ‘কোন সন্দেহ ছাড়াই কোহলির জীবনের সেরা ইনিংস এটি। ১৯ তম ওভারে হারিস রউফ কে ব্যাক ফুটে গিয়ে ছক্কা মারাটা ছিলো অবিশ্বাস্য। আরো নিজেকে ছাপিয়ে যাও বিরাট।’

সাউথ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স লিখেন, ‘এটা অবিশ্বাস্য ছিলো বন্ধু। সেরাদের সেরা তুমি।’

ভারতীয় সাবেক ওপেনার ভিরেন্দর সেওয়াগ বলেন, ‘ কি অসাধারণ খেলাটাই না ছিল! টি-টোয়েন্টি ক্রিকেটে আমার জীবনের সেরা ইনিংসের দেখালাম। এগিয়ে যাও বিরাট।’

বলিউড সুপারস্টার শাহরুখ খান ও বাদ যায়নি বিরাট কোহলিকে প্রশংসা করতে। বলিউড বাদশাহ লিখেন, ‘ ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা খেলাটি দেখলাম। বিরাট কোহলির ব্যাটিং ছিল গুরুত্বপূর্ণ এবং অতিস্মরণীয় যেখানে হাসির সাথে কান্না জড়িয়ে থাকে।’

বাংলাদেশের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন লিখেন, ‘ভারত-পাকিস্তানের অন্যতম সেরা ম্যাচ এটি। বিরাট কোহলি একজন লিজেন্ড। সে জানে কিভাবে খারাপ পরিস্থিতি থেকে নিজ হাতে দলকে জেতাতে হয়।

Get real time updates directly on you device, subscribe now.