গ্রহের সেরা খেলোয়াড়দের একজন নেইমার
পিএসজির ব্রাজিলিয়ান স্ট্রাইকার নতুন মৌসুমের শুরুটা বেশ ভালোই করেছেন। ৯ ম্যাচে করেছেন ১০ গোল, অ্যাসিস্ট ৭টি। নেইমারের এমন জ্বলে ওঠা লিগ ওয়ানের শিরোপাধারীদের দারুণ ছন্দে রেখেছে।
‘আমি সবসময় তাকে গ্রহের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে বিবেচনা করেছি। অনুশীলনের আগে-পরে প্রতিদিন তার নিজেকে নিংড়ে দেয়ার প্রতি আমার অনেক বেশি সচেতন এবং তীক্ষ্ণ দৃষ্টি রয়েছে।’ সেলেসাও তারকার প্রশংসায় বলেছেন গালতিয়ের।
‘সে নিজের জন্যে তো বটেই, দলের স্বার্থেও নিজেকে নিংড়ে দিচ্ছে। একজন দুর্দান্ত ও পেশাদার খেলোয়াড়। তাকে প্রতিদিন আনন্দের সঙ্গে আবিষ্কার করে চলেছি।’
চ্যাম্পিয়ন্স লিগে বুধবার মাক্কাবি হাইফার বিপক্ষে নামবে পিএসজি। এই ম্যাচেও নেইমার মৌসুমের উড়ন্ত ধারাবাহিকতা বজায় রাখবেন বলেই আশা গালতিয়েরের।