চেলসি থেকে বরখাস্ত টুখেল
ইংলিশ প্রিমিয়ার লিগে মৌসুমের শুরুটা ভালো হয়নি। ৬ ম্যাচে ৩ জয়, ১ হার ও ২ ড্রয়ে চেলসির পয়েন্ট ১০। লিগে অবস্থান ছয় নম্বরে। চ্যাম্পিয়নস লিগেও চেলসির শুরুটা হয়েছে গতরাতে দিনামো জাগরেবের কাছে ১-০ গোলে হেরে। এরপর আর টমাস টুখেলকে কোচের পদে রাখতে চায়নি চেলসি কর্তৃপক্ষ। আজই এক বিজ্ঞপ্তি দিয়ে জার্মান এই কোচকে ছাটাই করার কথা জানিয়েছে চেলসি ক্লাব।