ছেলেরা এখন দারুণ আত্মবিশ্বাসী : দাসুন শানাকা
সুপার ফোরে টানা দুই ম্যাচ জিতে এশিয়া কাপের ফাইনালে এক পা দিয়ে রেখেছে শ্রীলঙ্কা। দেশের অর্থ ও রাজনৈতিক অবস্থা খারাপ হলেও শ্রীলঙ্কা ক্রিকেট দলের মাঠের পারফরমেন্স চোখে পড়ার মতই। সুপার ফোরে আফগানিস্তান ও ভারতের বিপক্ষে দুর্দান্তভাবে জয় তুলে প্রশংসায় ভাসছে শ্রীলঙ্কা। সেই সাথে দলের ক্রিকেটাররাও এখন দারুণ আত্মবিশ্বাসী বলে মনে করছেন অধিনায়ক দাসুন শানাকা।
সর্বশেষ ভারতের বিপক্ষে দারুণ এক জয়ের পর শানাকা জানান, ছেলেরা এতটাই আত্মবিশ্বাসী যে, আমরা কঠিন ম্যাচও জিতে চলেছি। যেকোনো পরিস্থিতিতে জয় পেতে মরিয়া দলের ক্রিকেটাররা
আফগানিস্তানে কাছে হার দিয়ে এশিয়া কাপ শুরু করেছিল শ্রীলঙ্কা। ওই ম্যাচে প্রথমে ব্যাট করে মাত্র ১০৫ রানে অলআউট হয় লঙ্কানরা। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত জয় নিয়ে সুপার ফোরে ওঠে তারা। বাংলাদেশের ছুড়ে দেওয়া ১৮৪ রানের টার্গেট স্পর্শ করে ২ উইকেটে ম্যাচ জিতে নেয় ম্যাচটি।
বাংলাদেশকে হারানোর পর সুপার ফোরের দুই ম্যাচও বড় টার্গেট স্পর্শ করে ম্যাচ জিতে শ্রীলঙ্কা। আফগানিস্তানের বিপক্ষে ১৭৬ ও ভারতের বিপক্ষে ১৭৪ রানের টার্গেট স্পর্শ করে জয় তুলে নেয়।