জামাল ভূঁইয়াদের বিপক্ষে শেখ জামালের স্বস্তির জয়

232

Get real time updates directly on you device, subscribe now.

পুরো ম্যাচে বেশকিছু সুযোগ নষ্ট করলেও শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়লো শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। সাইফ স্পোর্টিং ক্লাব অবশ্য সমতা ফিরিয়েছিল।

কিন্তু শেষ পর্যন্ত শফিকুল ইসলাম মানিকের দলকে আটকাতে পারেননি জামাল ভূঁইয়ারা।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের (বিপিএল) দ্বিতীয় পর্বের ম্যাচে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ২-১ গোলে জিতেছে শেখ জামাল। প্রথম পর্বে শেখ জামালের কাছে ৩-২ গোলে হেরেছিল সাইফ স্পোর্টিং।

দারুণ সব আক্রমণে শুরু থেকেই সাইফ স্পোর্টিংয়ের রক্ষণে চাপ দিতে থাকে শেখ জামাল। শুরুতে দুটি সুযোগও পেয়েছিল তারা। পঞ্চম মিনিটে সিল্লাহর শট ঠেকান গোলরক্ষক শান্ত কুমার রায়।

সাইফ স্পোর্টিং প্রথম ভালো সুযোগ পায় ১৮তম মিনিটে। উজবেকিস্তানের ফরোয়ার্ড সিরোজুদ্দিন রাখমাতুল্লায়েভের কর্নারে নাইজেরিয়ান ফরোয়ার্ড ওকোলির হেড গোললাইন থেকে ক্লিয়ার করেন ফয়সাল আহমেদ।

প্রথমার্ধের যোগ করা সময়ে গোলের দেখা পায় শেখ জামাল। সিল্লাহর থ্রু পাসে বল পেয়ে দৌড়ে ডিফেন্স লাইন পেরিয়ে বলের নিয়ন্ত্রণ নিয়ে নিখুঁত টোকায় জালে পাঠিয়ে দেন জোবে। চলতি লিগে গাম্বিয়ার এই ফরোয়ার্ডের গোল হলো ১৪টি। ১৬ গোল নিয়ে গোলদাতার তালিকায় শীর্ষে বসুন্ধরা কিংসের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন দি সিলভা রবিনহো।

দ্বিতীয়ার্ধের শুরুর দিকে সমতা ফেরে সাইফ স্পোর্টিং। ওকোলির সঙ্গে বল দখলের লড়াইয়ে পড়ে যান মনির হোসেন। তবে তার হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফরি। ওকোলির শট গোলরক্ষক সামিউল ইসলাম মাসুমকে ফাঁকি দিয়ে জালে জড়ায়।

৭৬তম মিনিটে জয়সূচক গোলটি আসে ওতাবেকের পা থেকে। তার ফ্রি কিকে বল সাইফের রক্ষণের দেয়ালের ওপর দিয়ে বাঁক খেয়ে শান্তকে বোকা বানিয়ে জালে জড়িয়ে যায়।

৮০তম মিনিটে অধিনায়ক জামাল ভূঁইয়ার কর্নারে সবুজ হোসেনের হেড ক্রসবারে প্রতিহত হলে সমতায় ফেরা হয়নি সাইফ স্পোর্টিংয়ের। ফলে লিগে সপ্তম হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়ে জামালবাহিনী।

এই নিয়ে ১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে আছে শেখ জামাল। এক ম্যাচ বেশি খেলা সাইফ স্পোর্টিং ২৬ পয়েন্ট নিয়ে আছে সপ্তম স্থানে। ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে যথারীতি বসুন্ধরা কিংস।

Get real time updates directly on you device, subscribe now.