টটেনহ্যামকে হারিয়ে চ্যাম্পিয়ান্স লিগ খেলার স্বপ্ন বুনছে নিউক্যাসল

96

Get real time updates directly on you device, subscribe now.

ঘরের মাটিতে টানা আটটি প্রিমিয়ার লিগ ম্যাচ জিতে টটেনহ্যাম রবিবার ফেভারিট হয়ে মাঠে নামেন। কিন্তু নিউক্যাসল প্রথমার্ধে অসাধারণ খেলার মাধ্যমে সেই অপরাজয় থাকার যাত্রা ভ্রষ্ট করে দেয়। নিজদের মাঠে পয়েন্ট হারায়আন্তোনিও কন্তের দল।

টটেনহ্যাম গোলকিপার হুগো লরিসের উদ্ভট ভুলে সুযোগ হাতছাড়া করেননি নিউক্যাসলের উইলসন। ম্যাচের ৩১ মিনিটে স্বাগতিকদের বিপক্ষে এগিয়ে যায় নিউক্যাসল।

টটেনহ্যামের হয়ে হ্যারি কেন বিরতির পর গোল দিয়ে লড়াই জমিয়ে তুলে। ডিফেন্ডার ক্লেমেট লংলেটের হেড থেকে পাওয়া বলে জালে বল জড়ান এই ইংলিশ তারকা।

এরফলে ইংলিশ প্রিমিয়ার লিগে ১২ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে তালিকার ৩য় তম স্থানে আছে টটেনহ্যাম।

অন্যদিকে সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে তালিকার ৪র্থ স্থানে আছে নিউক্যাসল ইউনাইটেড। সাই সাথে উয়েফা চ্যাম্পিয়ানস লিগ খেলার স্বপ্ন বাচিয়ে রেখেছে এই ইংলিশ ক্লাবটি।

Get real time updates directly on you device, subscribe now.