টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২: বাংলাদেশের দল ঘোষণা, মাহমুদুল্লাহ রিয়াদ বাদ, জায়গা পেলেন নাজমুল হাসান শান্ত

154

Get real time updates directly on you device, subscribe now.

গত বছর টি-টুয়েন্টি বিশ্বকাপের পর থেকেই ভালো পারফরম্যান্স করতে পারেননি রিয়াদ। এবছর ৮টি টি-টুয়েন্টি খেলে ১৮.৮৮ গড়ে করেছেন মাত্র ১৫১ রান। স্ট্রাইক রেট মারকুটে ক্রিকেটের সাথে বেমানান ১১০.২২। মুশফিকুর রহিম এশিয়া কাপের পর এই ফরম্যাট থেকে অবসর নিলে তাকে ঘিরেও আলোচনা-সমালোচনার পারদ চড়তে থাকে।

বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। তাকে নামতে হতে পারে ওপেনারের ভূমিকায়। টাইগার জার্সিতে ৯টি টি-টুয়েন্টি খেলে তার পরিসংখ্যানটাও মলিন। ১৮.৫০ গড়ে ১০৪.২৩ স্ট্রাইক রেটে করেছেন ১৪০ রান।

সৌম্য সরকারকে রাখা হয়েছে রিজার্ভ খেলোয়াড়ের তালিকায়। দীর্ঘদিন টি-টুয়েন্টি দলের নিয়মিত মুখ স্পিন-অলরাউন্ডার শেখ মেহেদী হাসানও রিজার্ভ বেঞ্চে।

পেস আক্রমণে থাকছেন মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন ও হাসান মাহমুদ। সঙ্গী পেস-অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

Get real time updates directly on you device, subscribe now.