নতুন তিন মুখ ও দানি আলভেজকে নিয়ে আর্জেন্টিনার বিপক্ষে দল ঘোষণা ব্রাজিলের
গেল মাসে ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে কোপা আমেরিকা হারের শোধ নেওয়া মোক্ষম সুযোগ হাতে পেয়েছে ব্রাজিল। লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সামনের মাসেই বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ফের আরেকবার মাঠে নামছে আন্তর্জাতিক ফুটবলে দুই প্রভাবশালী দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা।
কাতার বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনা ম্যাচ ছাড়াও বাকি দুটো ম্যাচের জন্য ২৫ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল কোচ তিতে। আগামী মাসে অনুষ্ঠিতব্য তিন ম্যাচে ব্রাজিল দলে অভিজ্ঞ ডিফেন্ডার দানি আলভেজ ছাড়াও ডাক পেয়েছে আরও নতুন তিন মুখ।
প্রথমবারের মতো তিতের দলে ডাক পেয়েছেন-জেনিত সেন্ট পিটার্সবুর্গের ক্লাওদিনিয়ো, বেনফিকার লুকাস ভেরিসিমো ও লিডস ইউনাইটেডের হয়ে দুর্দান্ত খেলা রাফিনিয়া। দানি আলভেসের প্রত্যাবর্তনে দলে জায়গা হারিয়েছেন রেনান লোডি, জায়গা হয়নি রিয়াল মাদ্রিদ দলের মার্সেলোও।
আগামী ২রা সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইপর্বের লাতিন আমেরিকা অঞ্চলে চিলির বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এর তিন দিন পর দেখা হবে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার সঙ্গে। এরপর আগামী ৯ সেপ্টেম্বর সেলেসাওরা খেলবে পেরুর বিপক্ষে।