নেইমারের সামনে পেলেকে ছাড়িয়ে যাওয়ার হাতছানি

396

Get real time updates directly on you device, subscribe now.

ফুটবল বিশ্ব যেসব ফুটবলারদের কখনও ভুলতে পারবে না তাদের মধ্যে একজন হলেন ব্রাজিলের লিভিং লিজেন্ড পেলে। নান্দনিক ফুটবল খেলে ফুটবলের ১০ নাম্বার জার্সিটি এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন এই ফুটবলার। ব্রাজিলের এই লিজেন্ড একমাত্র খেলোয়াড় যিনি তিনটি বিশ্বকাপ জয় করেছেন, এবার সেই লিজেন্ডকেই পেছনে ফেলার সুযোগ পেলেন নেইমার জুনিয়র।

১৯৭১ সালে অবসর নেওয়া এই লিজেন্ড ব্রাজিলের হয়ে ৯২ ম্যাচে ৭৭টি গোল করেন। যার মধ্যে বিশ্বকাপে ১৪ ম্যাচ খেলে গোল করেছেন ১২টি। অপরদিকে সেলেসাও সুপারস্টার নেইমার জুনিয়র ২০১০ সালে অভিষেক হওয়ার পর ১২১ ম্যাচে গোল করেছেন ৭৫টি। আর মাত্র তিনটি গোল করলেই বনে যাবেন ব্রাজিলের হওয়ে সর্বোচ্চ গোলের মালিক। নেইমার বিশকাপে ১০ ম্যাচ খেলে গোল করেছেন ছয়টি।

যদিও অফিসিয়াল গোলে পেলের থেকে অনেক পিছিয়ে পিএসজি ফরোয়ার্ড নেইমার। যেখানে ৬৯৫টি ম্যাচ খেলে তার মোট গোল সংখ্যা ৪৩০ টি, সেখানে পেলে ৮৩১ ম্যাচে ৭৫৭ টি গোল করেছেন তার ক্যারিয়ারে।

Get real time updates directly on you device, subscribe now.