প্রোটিয়াদের ৯ উইকেটে হারিয়ে ইংল্যান্ডের ২-১’এ সিরিজ জয়
ওভালে তিন ম্যাচ টেস্ট সিরিজের শেষ দিনে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে হারিয়েছে বেন স্টোকসের ইংল্যান্ড। যার সুবাদে ২-১ এ সিরিজ জিতে নিলো ইংলিশরা। বৃষ্টি ও রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর কারণে তিন দিনে নেমে আসে টেস্ট ম্যাচটি।
১ উইকেটে ৯৭ রান নিয়ে শেষ দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। দলীয় ১০৮ রানের মাথায় আউট হন অ্যালেক্স লিস। ৪টি চারের মারে ৩৯ রান করেন তিনি। এরপর ২২.৩ ওভারেই দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ক্রলি ও ওলি পোপ। ক্রলি ৬৯ রানে অপরাজিত থাকেন। পেসারদের দাপট দেখা এই টেস্টে প্রথম ইনিংসে ৫ উইকেট ও দ্বিতীয় ইনিংসে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন ইংল্যান্ডের ওলি রবিনসন।
ব্যাট হাতে ১৪৯ রান ও বল হাতে ১০ উইকেট নিয়ে সিরিজ সেরা হন অধিনায়ক বেন স্টোকস। এর আগে, তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি জয় পেয়েছিল দক্ষিণ আফ্রিকা।