বাহরাইনকে তাদেরই মাঠে রুখে দিলো বাংলাদেশ

141

Get real time updates directly on you device, subscribe now.

শক্তিশালী বাইরাইনকে তাদের মাঠে জিততে দিলো না বাংলাদেশ। এএফসি অনূর্ধ্ব-২০ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে শনিবার গোলশূন্য ড্র করেছে লাল-সবুজ জার্সিধারীরা। ফলে মূল্যবান এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পেরেছে যুবারা।

বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ১২টায় শুরু হয়েছিল ম্যাচটি। শেখ আলি বিন মোহাম্মদ বিন খলিফা স্টেডিয়ামে স্বাভাবিকভাবেই দাপট দেখিয়ে খেলেছে বাহরাইন। ৬৪ শতাংশ বল দখলে রেখেছিল স্বাগতিকরা। ম্যাচে বাহরাইনের গোটা পাঁচেক সুযোগ নস্যাৎ করেছে অতিথি দল।

বাংলাদেশও বলার মতো একটি সুযোগ তৈরি করেছিল। তবে কাজে লাগাতে পারেনি। একটি কর্নার থেকে গোল আদায় করতে পারেনি, দুইবার বাংলাদেশ অফসাইডের ফাঁদে পড়ে।

শেষদিকে বাহরাইন গোলের জন্য মরিয়া হয়ে উঠলে বেশ চ্যালেঞ্জের মুখে পড়তে হয় অতিথিদের। তবে বাংলাদেশের জমাট রক্ষণ ভাঙতে পারেনি বাহরাইন।

বাংলাদেশের পরের ম্যাচ ভুটানের সঙ্গে ১২ সেপ্টেম্বর। এর পরের দুই ম্যাচ যথাক্রমে ১৬ ও ১৮ সেপ্টেম্বর কাতার ও নেপালের বিপক্ষে।

Get real time updates directly on you device, subscribe now.