বিশ্বকাপের আগে রোনাল্ডোর দেশের বড় ধাক্কা, চোট পেয়ে ছিটকে গেলেন তারকা স্ট্রাইকার
কাতার বিশ্বকাপের মাসখানেক আগে বড় ধাক্কা খেল পর্তুগাল। প্রিমিয়র লিগে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে লিভারপুলের ম্যাচে চোট পান পর্তুগীজ স্ট্রাইকার দিয়েগো জোটা।
কাতার বিশ্বকাপের মাসখানেক আগে বড় ধাক্কা খেল পর্তুগাল। প্রিমিয়র লিগে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে লিভারপুলের ম্যাচে চোট পান পর্তুগীজ স্ট্রাইকার দিয়েগো জোটা। পেশীতে চোট লাগায় আগামী মাস তিনেক জোটা মাঠে নামতে পারবেন না বলে জানালেন কোচ যুরগেন ক্লপ। কাতার বিশ্বকাপে পর্তুগালের প্রথম ম্যাচ ২৪ নভেম্বর ঘানার বিরুদ্ধে।