বিশ্বকাপের পরই অবসর নয়, ২০২৪ ইউরোতেও খেলবেন মদ্রিচ
২০২৬ বিশ্বকাপের আগেই বুটজোড়া তুলে রাখবেন লিওনেল মেসি। কাতার বিশ্বকাপে শেষ বারের মতো নামতে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও।
কাতার বিশ্বকাপই শেষ। ২০২৬ বিশ্বকাপের আগেই বুটজোড়া তুলে রাখবেন লিওনেল মেসি। কাতার বিশ্বকাপের পর দেশের জার্সিতে আর কোনও টুর্নামেন্টে খেলবেন কিনা তাও নিশ্চিত নয়। কাতার বিশ্বকাপে শেষ বারের মতো নামতে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও। লুকা মদ্রিচেরও (Luka Modric) হয়তো এটা শেষ বিশ্বকাপ। তবে কাতার বিশ্বকাপের পরই বুটজোড়া তুলে রাখবেন না ক্রোট মিডফিল্ডার। ক্লাব ফুটবলে খেলার পাশাপাশি দেশের জার্সিতে অন্য টুর্নামেন্টেও খেলবেন তিনি। ২০২৪ ইউরো (Euro 2024) কাপেও খেলবেন মদ্রিচ। এমনটাই জানালেন ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচ
রিয়াল মাদ্রিদের হয়ে এ মরসুমে দুরন্ত ফুটবল খেলেছেন ৩৭ বছরের মদ্রিচ। তাঁর খেলা প্রসঙ্গে ক্রোট কোচ বলেন, ‘লুকা একজন অসাধারণ ফুটবলার। ও এখনও খেলা চালিয়ে যাবে। বিশ্বকাপের পরও ওকে দলে দেখলে অবাক হব না। এটাই ওর শেষ বড় টুর্নামেন্ট নয়।’২০২৪ সালে ইউরো অনুষ্ঠিত হবে জার্মানিতে। তখন মদ্রিচের বয়স হবে ৩৮। তবে ওই টুর্নামেন্টেও ক্রোট মিডিওকে খেলতে দেখা যাবে। এমনটাই দাবি জাতীয় দলের কোচের।
২০১৮ সালে ব্যালন ডি’ওর জিতেছিলেন লুকা মদ্রিচ। সে বছর ফিফা বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ক্রোয়েশিয়া। মেসি, রোনাল্ডোর রাজত্বে থাবা বসিয়েছিলেন ক্রোট মিডিও। গত মাসেই ৩৭ বছর পূর্ণ হয়েছে। রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে সাহায্য করেছেন মদ্রিচ। দেশের হয়ে ইতিমধ্যেই ১৫৪ ম্যাচ খেলে ফেলেছেন। ২০২৪ ইউরো পর্যন্ত আরও কয়েকটা ম্যাচ খেলবেন তিনি। জাতীয় দলের জার্সিতে ২৩ গোল আর ২৪ অ্যাসিস্ট রয়েছে মদ্রিচের নামের পাশে।