ব্রাজিল দলে ডাক পাননি জেসুস ও আলভেস
এই দুই ম্যাচেই পেন্টাজয়ীদের প্রতিপক্ষ আফ্রিকার দুই দেশ, ঘানা ও তিউনিসিয়ার। এই দুই ম্যাচের জন্য শনিবার (১০ সেপ্টেম্বর) ২৬ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন।
২৩ সেপ্টেম্বর ফ্রান্সের স্তাদ দো ফঁসেতে ঘানার বিপক্ষে মাঠে নামবে তিতের শিষ্যরা। আর ২৭ সেপ্টেম্বর পিএসজির হোম গ্রাউন্ড প্রিন্সেস পার্কে তিউনিসিয়ার বিপক্ষে লড়বে ব্রাজিল।
ব্রাজিলের দুই ম্যাচের জন্য ঘোষিত দলে জায়গা হয়নি অভিজ্ঞ ডিফেন্ডার দানি আলভেজ ও ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুসের। প্রথমবার ডাক পেয়েছে ব্রেমার ও ইবানেস।
দুই প্রীতি ম্যাচের জন্য ব্রাজিল স্কোয়াড