যে শর্তটি পূরণ করলেই এমবাপ্পেকে কিনবে রিয়াল!
সবশেষ গ্রীষ্মে কিলিয়ান এমবাপ্পেকে কিনতে কোমর কষে দলবদলের বাজারে নেমেছিল রিয়াল মাদ্রিদ। ফরাসি তারকাও দল পরিবর্তনের ইচ্ছা পোষণ করেন।
তবে শেষ পর্যন্ত লস ব্লাঙ্কোজদের প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়। তাদের বিমুখ করে পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করেন ৩৪ বছর বয়সী সুপারস্টার।
তাই এবার আগেভাগেই সতর্ক হয়েছে রিয়াল। আগামী গ্রীষ্মকালীন ট্রান্সফার মার্কেটে এমবাপ্পের জন্য সময় নষ্ট করতে চায় না তারা। তবে তাকে কেনার ইচ্ছার কথা পুনরায় ব্যক্ত করেছে ক্লাবটি। এজন্য এক শর্ত জুড়ে দিয়েছে স্প্যানিশ জায়ান্টরা।
ফুটবল বিষয়ক জনপ্রিয় সংবাদমাধ্যম গোল ডটকমের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, এমবাপ্পেকে পেতে চায় রিয়াল। তবে এখনও তার এজেন্টদের সঙ্গে যোগাযোগ করেনি তারা।
ক্রীড়াভিত্তিক প্রভাবশালী স্প্যানিশ গণমাধ্যম মার্কার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, এমবাপ্পেকে ডেরায় ভেড়াতে পারে রিয়াল। তবে এজন্য তাকে এক শর্ত পূরণ করতে হবে।
সেটা হলো আগে জনসম্মুখে পিএসজি ছাড়ার ঘোষণা দিতে হবে এমবাপ্পেকে। তাহলেই তাকে দলে টানতে দৌড়ঝাঁপ শুরু করবে মাদ্রিদ ভিত্তিক ক্লাবটির কর্তৃপক্ষ।