রাতে মাঠে নামছে মেসি-নেইমার-এমবাপ্পেরা
জমে উঠেছে চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুম। গতকাল রাতে এবারের আসরের গ্রুপ পর্বের অন্যতম হাইভোল্টেজ ম্যাচে বায়ার্ন মিউনিখ এবং বার্সেলোনার মধ্যে জয়লাভ করেছে জার্মান ক্লাবটি। বায়ার্ন থেকে রবার্ট লেভানদোভস্কিকে নিয়েও এই প্রতিযোগিতায় বাভারিয়ানদের বিপক্ষে টানা পঞ্চম হারের হলো বার্সা।
এদিকে প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে কিঞ্চিৎ ছন্নছাড়া দল লিভারপুল সহজ জয় পেয়েছে আয়াক্সের বিপক্ষে। বুধবার রাতেও চ্যাম্পিয়নস লিগের প্রতিযোগিতায় আছে নয়টি ম্যাচ। যার মধ্যে ছয়টি ম্যাচ দেখা যাবে টিভি পর্দায়।
আজকের রাতে মাঠে নামবে লিওনেল মেসি, নেইমার, এমবাপ্পের প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। আজ রাতে তাদের প্রতিপক্ষ দুর্বল মাক্কাবি হাইফা।