রোনালদোকে ছাড়াই উয়েফা চ্যাম্পিয়নস লিগ শুরু আজ

159

Get real time updates directly on you device, subscribe now.

চ্যাম্পিয়নস লিগের ইতিহাসের সবচেয়ে সফলতম খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদো। ইউরোপ সেরার প্রতিযোগিতায় একের পর এক রেকর্ড গড়েছেন ৩৭ বছর বয়সী এই ফুটবলার। গত দেড় যুগেরও বেশি সময় ধরে মর্যাদার এই আসরটি মাতিয়ে রেখেছেন তিনিই।

উয়েফা চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সবচেয়ে বেশি গো

চ্যাম্পিয়নস লিগের ইতিহাসের সবচেয়ে সফলতম খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদো। ইউরোপ সেরার প্রতিযোগিতায় একের পর এক রেকর্ড গড়েছেন ৩৭ বছর বয়সী এই ফুটবলার। গত দেড় যুগেরও বেশি সময় ধরে মর্যাদার এই আসরটি মাতিয়ে রেখেছেন তিনিই।

আজ সবচেয়ে বড় ম্যাচ পিএসজি আর জুভেন্টাসের। পার্ক ডি প্রিন্সেসে গ্রুপ ‘এইচ’ এর লড়াইয়ে মুখোমুখি হবে প্যারিস আর ইতালিয়ান দুই জায়ান্ট। মেসিদের ঘরের মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হবে রাত একটায়।

একই সময়েই স্প্যানিশ দল সেভিয়ার মুখোমুখি হবে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। সেভিয়ার মাঠ রেমন সানচেজ পিজুয়ানে ম্যাচটি অনুষ্ঠিত হবে। ঠিক একই সময়েই শিরোপা ধরে রাখার অভিযানে সেল্টিকে মাঠে স্বাগতিকদের বিপক্ষে নতুন মৌসুম শুরু হবে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের।

মহাদেশীয় সেরা হওয়ার লড়াইয়ে আজ থেকে শুরু হচ্ছে গ্রুপ পর্ব, চলবে ২ নভেম্বর পর্যন্ত। ১৪ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত দ্বিতীয় রাউন্ড, এরপর এপ্রিল ও মে মাসে হবে কোয়ার্টার ও সেমিফাইনাল। ১০ জুন হবে ফাইনাল।

Get real time updates directly on you device, subscribe now.