লেভানডোভস্কির হ্যাটট্রিক, চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার গোল উৎসব
জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ থেকে স্প্যানিশ ক্লাব বার্সেলোনার জার্সিতেও অভিষেকের পর থেকে গোল করেই চলেছেন তিনি। লেভানডোভস্কির হ্যাটট্রিকে চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচে ভিক্টোরিয়া প্লাজেনকে ৫-১ গোল ব্যবধানে হারিয়ে শুভসূচনা করেছে বার্সেলোনা।
বুধবার (৭ সেপ্টেম্বর) চ্যাম্পিয়নস লিগের চলতি মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে ঘরের মাঠে ক্রোয়েশিয়ান ক্লাব ভিক্টোরিয়া প্লাজেনের মুখোমুখি বার্সেলোনা। ম্যাচের শুরু থেকে প্রতিপক্ষের রক্ষণে হামলা দেয়া শুরু করে জাভি হার্নান্দেজের শিষ্যরা।
ম্যাচের ১৩তম মিনিটে প্রথম গোলের দেখা পায় বার্সেলোনা। চ্যাম্পিয়নস লিগে অভিষেক ম্যাচেই গোল পেলেন ফ্রাঙ্ক কেসি।