সতীর্থের জন্মদিনে মেসি-নেইমাররা, যাননি এমবাপ্পে!
লিওনেল মেসি যখন পিএসজিতে যোগ দিলেন, সেই মুহূর্তে গুঞ্জন শুরু হয় কিলিয়ান এমবাপ্পে প্যারিসের ক্লাবটি ছাড়ছেন। তার নতুন ঠিকানা হতে পারে রিয়াল মাদ্রিদ।
মেসি-নেইমার-রামোস-এমবাপ্পে মিলে পিএসজি এখন চাঁদের হাট। কিন্তু শোনা যাচ্ছে, মেসি আসায় নাকি এমবাপ্পে খুশি নন। গুঞ্জনটা আরো তীব্র হলো পিএসজির স্প্যানিশ মিডফিল্ডার আন্দের এরেরার জন্মদিনে। স্ত্রাসবুর্গকে হারানোর পর বাসায় পার্টি দিয়েছিলেন এরেরা। জন্মদিনের সেই পার্টিতে পিএসজি স্কোয়াডের মোটামুটি সবাই হাজির হয়েছিলেন।
দি মারিয়া, নেইমার, কেয়লর নাভাস, দানিলো পেরেইরা, হুয়ান বের্নাত, ইকার্দি, রাফিনহা, মার্কো ভেরাত্তি, লিয়ান্দ্রো পারেদেস, সের্হিও রিকো তো উপস্থিত ছিলেনই, সেখানে যোগ দিয়েছিলেন মেসি, রামোস, হাকিমি, ভাইনালডমরাও। তবে সেখানে ছিলেন না এমবাপ্পে।
এরেরার জন্মদিনে কেন ছিলেন না এমবাপ্পে- সেটা এখনো অজানা। তবে এমবাপ্পের অনুপস্থিতি তার পিএসজি ছাড়ার গুঞ্জনটা আরো জোড়ালো করল। শঙ্কা জেগেছে মেসি-নেইমার-এমবাপ্পে ত্রয়ীকে একসঙ্গে খেলতে দেখা নিয়েও।