সতীর্থ থেকে রোহিতের গুরু হলেন কায়রন পোলার্ড
শেষমেশ কায়রন পোলার্ডকে ছেড়েই দিল মুম্বই ইন্ডিয়ান্স। মুম্বইয়ের সঙ্গে ১৩ বছরের দীর্ঘ সম্পর্ক ছিন্ন হওয়ার পরে নতুন কোনও ফ্র্যাঞ্চাইজিতে খেলতে আগ্রহী নন ক্যারিবিয়ান তারকা।
তাই আরও কয়েক বছর মাঠে নামার ইচ্ছা থাকলেও শেষমেশ আইপিএল থেকে অবসর ঘোষাণা করলেন পোলার্ড।
মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞপ্তি জারি করে ইন্ডিয়ান প্রিমিয়র লিগ থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেন পোলার্ড। যদিও নিজের মনোভাব লুকিয়ে রাখেননি তিনি।
বিজ্ঞপ্তিতে পোলার্ড স্পষ্ট জানান যে, আরও কয়েক বছর আইপিএল খেলার ইচ্ছা ছিল তাঁর। তাই অবসরের সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না।
যদিও এর পরেও আইপিএলের আঙিনায় দেখা যাবে পোলার্ডকে। কেননা, তিনি নতুন ভূমিকায় ফিরে আসছেন মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে। ইন্ডিয়ান প্রিমিয়র লিগে পোলার্ডকে দেখা যাবে রোহিত শর্মাদের ব্যাটিং কোচ হিসেবে।