সমালোচনায় বিধ্বস্ত বাবর আজমকে যা বলেছিলেন রমিজ রাজা!
টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের মিডলঅর্ডার ব্যাটারদের হতাশাজনক পারফরম্যান্সের পর নিন্দার মুখোমুখি হয় পাকিস্তান দল।
পাওয়ার প্লেতে মন্থর গতিতে ব্যাটিং ও ব্যাটে রান না পাওয়ায় তুমুল সমালোচনায় বিধ্বস্ত হন বাবর আজম।
এরপর লাহোরে ইংল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে হেরে সিরিজ হাতছাড়া হলে সেই সমালোচনা আরও তীব্রতর হয়। পাকিস্তানের সমর্থকরা তাদের ক্ষোভ প্রকাশ করে তুমুলভাবেই। তারা খুশদিল শাহের বিরুদ্ধে স্লোগানও তুলে।
চারিদিক থেকে ধেয়ে আসা এসব সমালোচনা ও গালমন্দে যখন অতিষ্ঠ পাকিস্তান অধিনায়ক, তখন পিঠ চাপড়ে বাবরকে সান্ত্বনা দেন পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা।
বাবর আজমের সঙ্গে যে কথোপকথন হয়েছিল তার, এবার তা প্রকাশ্যে আনলেন রমিজ রাজা নিজেই। কীভাবে বাবরকে সান্ত্বনা দিয়েছিলেন তাও জানালেন তিনি।
পাকিস্তানের টেলিভিশন চ্যানেল সামা টিভিতে একটি সাক্ষাৎকারে রমিজ রাজা বলেন, ‘বাবর আজম প্রায়ই আমাকে বলেন, ‘দেখুন কত সমালোচনা হচ্ছে।’ আমি তাকে বলি, ‘খুশি থাকো যে, পাকিস্তানের অন্য কোনো খেলার সঙ্গে তুলনা চলে না ক্রিকেটের। অন্যসব খেলার (অর্জন-পারফরম্যান্স) পাকিস্তানের সমর্থকদের সেভাবে ভাবায় না। তারা ক্রিকেট নিয়ে নিজেদের মতামত জানাবেই। তবে সমর্থকরা যতক্ষণ সৃজনশীল (ইতিবাচক সমালোচনা করবে) হবে, ততক্ষণ কোন সমস্যা নেই।’
বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের জয়কে বিশেষ অর্জন বলে সামনে আনলেন রমিজ।
পিসিবি চেয়ারম্যান বলেন, ‘আমি কখনই পাকিস্তানকে বিশ্বকাপে এর আগে ভারতকে হারাতে দেখিনি, এখন তারা (বাবর আজমের দল) সেটাই করেছে। কিন্তু তারপরও সমর্থকরা বলছে, ‘ঠিক আছে, এটাই স্বাভাবিক। চল সামনে এগোই’। আমি সমর্থকদের বলছি আপনারা একটু থামুন এবং পাকিস্তান দলের অর্জন নিয়ে ভাবুন। আমরা বিলিয়ন ডলারের ক্রিকেট ইন্ডাস্ট্রিকে পরাজিত করেছি। এটা সহজ নয়।’
বাবর আজমদের নিয়ে কথা বলতে গেলে রামিজ রাজা আরও বলেন, ‘এই দলটি একটি দুর্দান্ত মেজাজ রয়েছে। মিডলঅর্ডারে সমস্যা রয়েছে। আমরা বড় ম্যাচে ক্যাচ ড্রপ করার প্রবণতা দেখছি। কিন্তু এগুলো এমন সমস্যা যেখানে আপনি কাজ করতে পারেন। ক্রিকেটে সবকিছুই সম্ভব।’