সাকিবই পেলেন বাংলা টাইগার্সের অধিনায়কত্ব
একদিকে ক্রমেই দলের শক্তি বাড়ানো হচ্ছে, অন্যদিকে চূড়ান্ত হয়ে গেল দলের নেতৃত্বও। আবুধাবি টি-টেন লিগের আগে বাংলা টাইগার্স যেন আটঘাট বেঁধে নেমেছে।
আইকন ক্রিকেটার হিসেবে দলে ঠাই পাওয়া সাকিবের নেতৃত্ব পাওয়ার বিষয়টি অনেকটা নিশ্চিতই ছিল। তবুও ভারত সিরিজের জন্য পুরো আসর খেলতে পারবেন না বলে সংশয় ছিল ঘোষণার আগপর্যন্ত। তবে শেষপর্যন্ত ‘ঘরের ছেলে’কেই বেছে নিয়েছে অধিনায়ক হিসেবে।
সাকিব আল হাসান আবুধাবি টি-টেন লিগের ষষ্ঠ আসরে আমাদের অধিনায়ক।’ দলের কোচ, মেন্টর ও টিম ম্যানেজমেন্টের পরামর্শক্রমে সাকিবকে অধিনায়ক করার ঘোষণা আসে রবিবার (১৩ নভেম্বর)।
এদিকে সাকিবকে অধিনায়ক হিসেবে ঘোষণা করার দিনে ইংল্যান্ডের স্পিনার জ্যাক লিনটটকে দলে ভিড়িয়েছে বাংলা টাইগার্স। সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে সাকিবের নেতৃত্বে ফরচুন বরিশালে খেলেছিলেন এই ক্রিকেটার।
একনজরে বাংলা টাইগার্সের স্কোয়াড
সাকিব আল হাসান (আইকন ক্রিকেটার), কলিন মুনরো, মোহাম্মদ আমির, শান্তাকুমারন শ্রীশান্ত,এভিন লুইস, কলিন মুনরো, হজরতউল্লাহ জাজাই, বেন কাটিং, জো ক্লার্ক, নুরুল হাসান সোহান, ড্যান ক্রিশ্চিয়ান, চিরাগ সুরি, বেনি হাওয়েল, মৃত্যুঞ্জয় চৌধুরী, মাথিশা পাথিরানা, জ্যাক বল,উমাইর আলী, লুইস গ্রেগরি, জ্যাক লিনটট, ও রোহান মুস্তাফা।