সাকিব-সোহানদের কোচ হলেন তাতেন্দা তাইবু
আবুধাবি টি-টেন লিগে এবার খেলবেন বাংলা টাইগার্সের হয়ে বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান এবং সহ-অধিনায়ক নুরুল হাসান সোহান। এই দলটির সহকারী কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার তাতেন্দা তাইবু।
এক যুগ জিম্বাবুয়ের প্রতিনিধিত্ব করা তাইবুকে কোচ করার ঘোষণা দিয়ে বাংলা টাইগার্স ফ্র্যাঞ্চাইজি । আবুধাবি টি-টেন লিগের ষষ্ঠ আসরে বাংলা টাইগার্সের সহকারী কোচ হিসেবে তাতেন্দা তাইবুর নাম ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত।’
বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন শন টেইট। ব্যাটিং কোচ পল নিক্সন এবং বাংলা টাইগার্সের প্রধান কোচ হিসেবে এবার থাকছেন স্টুয়ার্ট ল।
বাংলা টাইগার্সের আইকন ক্রিকেটার ও অধিনায়ক সাকিব আল হাসান তার সঙ্গে আরও থাকছেন বাংলাদেশের মৃত্যুঞ্জয় চৌধুরী আর নুরুল হাসান সোহান ।
এছাড়া বিদেশিদের মধ্যে রয়েছে এভিন লুইস, ড্যান ক্রিশ্চিয়ান,মোহাম্মদ আমির, কলিন মুনরো, মাহিশ পাথিরানার মতো পরিচিত মুখ।