সিরিজ জয় ছাড়া ভিন্ন কিছু ভাবছে না বাংলাদেশ
ভালো খেলা কিংবা অন্তত একটি জয় বাগিয়ে নেওয়ার ইচ্ছা নয়, সিরিজ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে অধিনায়ক লিটন দাস ব্যক্ত করলেন ট্রফি জয়ের প্রত্যয়।
ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে সিরিজ জয়ই বাংলাদেশের একমাত্র লক্ষ্য। শুধু ভালো খেলা কিংবা অন্তত একটি জয় বাগিয়ে নেওয়ার ইচ্ছা নয়, সিরিজ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে অধিনায়ক লিটন দাস ব্যক্ত করলেন ট্রফি জয়ের প্রত্যয়।
অতীতে ভারতকে সিরিজ হারানোর স্মৃতি আছে টাইগারদের। এবারও এরচেয়ে বেশি কিছু ভাবছে না দল। ৩-০ হোক কিংবা ২-১, যেকোনো ব্যবধানেই হোক; সিরিজ জেতাই বাংলাদেশের একমাত্র লক্ষ্য।
লিটন বলেন, ‘ট্রফি থাকলে খুশি হবো। এর চেয়ে বেশি কিছু প্রয়োজন নেই। লক্ষ্য একটাই। জেতার জন্যই খেলতে নামব। ওদের সাথে লড়াই করা পুরোপুরি সম্ভব। আমাদের তিন বিভাগই ভালো আছে।’
বিশেষ করে ঘরের মাঠে খেলা বলে প্রত্যাশা এবারও একটু বেশিই। তবে উন্নতির মন্ত্রটাও তো আওড়ানো চাই! লিটন জানান, ‘হোমে মূল লক্ষ্য সিরিজ জেতা। এটাই মূল লক্ষ্য থাকবে। তার চেয়েও বড় জিনিস হল ডে বাই ডে কীভাবে ভালো ক্রিকেট খেলতে পারি। উন্নতির জায়গা বাংলাদেশের ক্রিকেটে তো সবসময়ই থাকে।’
‘এই সিরিজ নিয়ে প্রত্যেক খেলোয়াড় অনেক আশাবাদী। বড় দলের বিপক্ষে খেলতে পারলে সুযোগ সৃষ্টি হয়। ভালো পারফর্ম করলে চিন্তাধারা বদলে যায়, টপ লেভেলে যাওয়ার চিন্তাভাবনা আসে। বিগ সিরিজ, সব খেলোয়াড় অনেক উৎসাহী।’