সেপ্টেম্বরের শুরুতে মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা

281

Get real time updates directly on you device, subscribe now.

বিশ্বকাপ বাছাইপর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলের আগামী মাসের সময়সুচী প্রকাশ করা হয়েছে। যেখানে সেপ্টেম্বর মাসের শুরুতেই মাঠে নামতে যাচ্ছে দুই চির প্রতিদ্বন্দী ব্রাজিল ও আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইয়ে শীর্ষে রয়েছে ব্রাজিল, দ্বিতীয় অবস্থানে আর্জেন্টিনা।

২ সেপ্টেম্বর তারিখে আর্জেন্টিনা মুখোমুখি হবে ভেনিজুয়েলার বিপক্ষে। বাংলাদেশ সময় পরদিন অর্থাৎ ৩ তারিখ ভোর পাঁচটার সময় দেখা যাবে খেলা গুলো। একইদিনে ভোর ৬টার সময় ব্রাজিল মুখোমুখি হবে চিলির।

ঐদিন আর্জেন্টিনা ব্রাজিল বাদেও মুখোমুখি হবে বাকি লাটিন দলগুলো। দিনের শুরুটা হবে বলিভিয়া বনাম কলোম্বিয়া ম্যাচ দিয়ে। দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে ইকুয়েডর ও প্যারাগুয়ে। তৃতীয় ম্যাচে পেরুকে লড়তে দেখা যাবে উরুগুয়ের বিপক্ষে।

৩ দিন পর স্থানীয় তারিখ ৫ সেপ্টেম্বর ব্রাজিল ঘরের মাঠে মুখোমুখি হবে আর্জেন্টিনার বিপক্ষে। একইদিনে মাঠে নামবে ইকুয়েডর ও চিলি, প্যারাগুয়ে মুখোমুখি হবে কলোম্বিয়ার।

ঘরের মাঠে সুয়ারেজের উরুগুয়ে একইদিনে মুখোমুখি হবে বলিভিয়ার। দিনের শেষ খেলাতে মুখোমুখি হবে পেরু ও ভেনিজুয়েলা।

Get real time updates directly on you device, subscribe now.