হারের পর আনচেলত্তি, ‘শুধু কোয়ালিটি দিয়ে ম্যাচ জেতা যায় না’

88

Get real time updates directly on you device, subscribe now.

এতদিন বৃহস্পতি তুঙ্গে ছিল রিয়াল মাদ্রিদের। পরাজয় ছিল না কোনও ম্যাচে। কিন্তু দিনকাল তো আর সব সময় একভাবে যায় না। যায় না বলেই গতকাল রায়ো ভায়েকানো তাদের মৌসুমের প্রথম হারের স্বাদ দিয়েছে। লা লিগায় হেরেছে ৩-২ গোলে। এই পরাজয়ে রিয়ালের কোচ কার্লো আনচেলত্তি সমালোচনা করেছেন শিষ্যদের। বলেছেন, ‘অনেক সময় শুধু কোয়ালিটি দিয়ে ম্যাচ জেতা যায় না।’

অবশ্য ম্যাচটায় প্রাণভোমরা কারিম বেনজিমাকে ছাড়াই রিয়ালকে নামতে হয়েছিল। তাকে বিশ্রাম দিয়েছেন কোচ। এর পরেও ম্যাচটায় মাদ্রিদের অভিজাতদের ঝাঁজ কম ছিল না। তবে বল দখলে শুরুতে এগিয়ে থেকেও ৫ মিনিটে গোল হজম করেছে। ভায়েকানোর হয়ে জাল কাঁপান কোমেসানা। স্পট কিকে লুকা মদরিচের গোলে রিয়াল ৩৭ মিনিটে সমতা ফিরিয়ে তিন মিনিট পর ব্যবধান বাড়িয়েও নিয়েছিল।

গোলটি করেন এদের মিলিতাও। কিন্তু ৪৪ মিনিটে আবার সমতা ফেরায় স্বাগতিক দল। এবার গোল করেন গার্সিয়া। দ্বিতীয়ার্ধে তো পেনাল্টি থেকে অস্কার ত্রেহোর করা জয়সূচক গোলটিই পরে জয় নির্ধারক হয়ে থাকে। অবশ্য এই পেনাল্টি নিয়েও কালক্ষেপণ হয়েছে। প্রথম শটটি রিয়াল মাদ্রিদ গোলকিপার কুর্তোয়া ঠেকিয়ে দিয়েছিলেন। তখন বক্সের মধ্যে কারভাহাল ঢুকে পড়ায় নতুন করে শট নিতে বলেন রেফারি। দ্বিতীয়বার আর কোনও ভুল করেননি ত্রেহো।

আনচেলত্তি শিষ্যদের ভুলগুলো নিয়ে বলেছেন, ‘প্রতিপক্ষের সঙ্গে ব্যক্তিগত লড়াইয়ের জায়গায় আমরা সেরা ছিলাম না। অনেক সময় এমন হয় যে, ম্যাচের মেজাজ না বুজলে শুধু কোয়ালিটি দিয়ে ম্যাচ জেতা যায় না। আমরা অনেকবার বল হারিয়েছি। ওদের প্রেসিংয়েও ধুঁকেছি। বলা যায় আমাদের জন্য আজকের রাতটা ভালো ছিল না।’

প্রথম পরাজয়ে ১২ ম্যাচ অপরাজেয় থাকার ছন্দে ছেদ পড়েছে জায়ান্টদের। পয়েন্ট হারানোয় ১৩ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে রিয়াল। সমান ম্যাচে দুই পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে বার্সেলোনা। আনচেলত্তির মতে এদিন কোয়ালিটিতেও তাদের ঘাটতি ছিল, ‘কোয়ালিটিতে কিছুটা ঘাটতি ছিল। রদ্রিগো ও ভিনিসিয়ুস বেশ কিছু সুযোগ মিস করেছে। অথচ এসবক্ষেত্রে ওরা নিয়মিত গোল করে।’

Get real time updates directly on you device, subscribe now.