৪৬ বছরের রেকর্ড ভেঙে তৃতীয় রাউন্ডে ফেদেরার
বয়স ৩৯ হয়ে গেছে। পরের মাসেই ৪০তম জন্মদিন উদযাপন করবেন তিনি।
কিন্তু বয়সকে তুড়ি মেরে উড়িয়ে উইম্বলডনের তৃতীয় পর্বে উঠে গেলেন রজার ফেদেরার। সেই সঙ্গে ভেঙে ফেললেন ৪৬ বছর পুরনো এক রেকর্ডও।
৮ বারের উইম্বলডনজয়ী ফেদেরার বৃহস্পতিবার ৭-৬, ৬-১, ৬-৪ গেমে হারিয়ে দিলেন রিচার্ড গ্যাস্কেটকে। সেই সঙ্গে শেষ ৪৬ বছরে সব চেয়ে বয়স্ক টেনিস খেলোয়াড় হিসেবে তিনি এই কীর্তি গড়লেন তিনি।
এই নিয়ে ১৮ বার উইম্বলডনের তৃতীয় পর্বে উঠলেন ফেদেরার। পরের ম্যাচ ক্যামেরন নোরির বিপক্ষে। এই নিয়ে গ্যাস্কেটকে টানা ১১ বার হারালেন ফেদেরার। সব মিলিয়ে ১৯ বার।