৮৮ বছরের পুরোনো ইতিহাসে ভাগ বসালেন ভ্যালেন্সিয়া

302

Get real time updates directly on you device, subscribe now.

বিশ্বকাপ মানেই নতুন কোনো চমক, নতুন কোনো রেকর্ড ভাঙা আবার নতুন কোনো রেকর্ড গড়া।বিশ্বকাপ ইতিহাসে কেবলমাত্র ২য় ফুটবলার হিসেবে উদ্বোধনী ম্যাচে জোড়া গোল করলেন ভ্যালেন্সিয়া। বিশ্বকাপের প্রথম ম্যাচেই রেকর্ডের যেন পসরা সাজিয়ে বসেছেন ইকুয়েডরের অধিনায়ল ইনার ভ্যালেন্সিয়া।

১৯৩৪ সালে ইতালিতে আয়োজিত দ্বিতীয় বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৭-১ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল ইতালি। সেই ম্যাচে জোড়া গোল করেছিলেন এঞ্জেলো শিয়াভিও। কাতার বিশ্বকাপে যেন সেই ইতিহাসেরই আবার পুনরাবৃত্তি করলেন এনার ভ্যালেন্সিয়া। কাতারের বিপক্ষে একাই জোড়া গোল করে দলকে প্রথমার্ধে এগিয়ে রেখেছেন তিনি।

এছাড়াও ইকুয়েডরের হয়ে বিশ্বকাপে ৫টি গোল করেছেন তিনি। যা তাকে পাইয়ে দিয়েছে বিশ্বকাপে ইকুয়েডরের হয়ে সর্বোচ্চ গোলদাতা হওয়ার খ্যাতি। বিশ্বকাপে ইকুয়েডরের হয়ে শেষ ৫টি গোলই এসেছে তার পা থেকে। টানা ৬টি গোল করে রেকর্ডটি নিজেদের দখলে রেখেছেন ইতালির পাওলো রসি, পর্তুগিজ কিংবদন্তি ইউসেবিও, ও রাশিয়ার ওলেগ সালেংকো।

Get real time updates directly on you device, subscribe now.