অস্ট্রেলিয়াকে ৮৯ রানে উড়িয়ে টি-২০ বিশ্বকাপ শুরু নিউজিল্যান্ডের

138

Get real time updates directly on you device, subscribe now.

টি-২০ বিশ্বকাপে সুপার ১২-এর প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে সহজেই হারিয়ে দিল নিউজিল্যান্ড। গতবার ফাইনালে হারের মধুর প্রতিশোধ নিলেন কেন উইলিয়ামসনরা।

চলতি টি-২০ বিশ্বকাপে সুপার ১২ গ্রুপ ১-এর প্রথম ম্যাচটি ছিল গতবারের ফাইনালে মুখোমুখি হওয়া দুই দলের। সেই লড়াইয়ে গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে সহজেই বিশাল ব্যবধানে হারিয়ে দিল রানার্স হওয়া নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসনরা জিতলেন ৮৯ রানে। ১১ বছর পর ক্রিকেটের যে কোনও ফর্ম্যাটে অস্ট্রেলিয়ার মাটিতে ম্যাচ জিতল নিউজিল্যান্ড দল। এর আগে ২০১১ সালে শেষবার অস্ট্রেলিয়ায় কোনও ম্যাচ জিতেছিল কিউয়িরা। ফলে আজ একদিকে যেমন ২০২১ টি-২০ বিশ্বকাপ ফাইনালে হারের বদলা নিতে পারলেন ডেভন কনওয়ে, জেমস নিশমরা, তেমনই তাঁরা দীর্ঘদিন অস্ট্রেলিয়ার মাটিতে জয় না পাওয়ার আফশোসও দূর করে দিলেন। এদিন শুরু থেকে শেষপর্যন্ত দাপটের সঙ্গে খেলে জয় তুলে নিল নিউজিল্যান্ড। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তিনি বোধহয় সিডনি ক্রিকেট গ্রাউন্ডের উইকেটের চরিত্র ভাল বুঝতে পারেননি। নিজের দলের বোলারদের উপর হয়তো তাঁর অগাধ আস্থা ছিল। তিনি আশা করেছিলেন তাঁরা দলের বোলাররা নিউজিল্যান্ডকে কম রানে আটকে রাখতে পারবেন এবং ব্যাটাররা সহজেই সেই রান তাড়া করে জয় পেয়ে যাবেন। কিন্তু সেটা হল না। বোলিং ও ব্যাটিং ব্যর্থতায় ম্যাচ হারতে হল অজিদের। ঘরের মাঠে টি-২০ বিশ্বকাপের শুরুটা ভাল হল না চ্যাম্পিয়নদের।

Get real time updates directly on you device, subscribe now.