বিশ্বকাপে আমরা সাতটি ম্যাচ খেলতে চাইঃ স্পেন কোচ

261

Get real time updates directly on you device, subscribe now.

দুয়ারে কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ ২০২২। কাতারে হতে যাওয়া আসরকে সামনে রেখে নিজেদের শেষ মুহুর্তের প্রস্তুতি নিচ্ছে দলগুলো। যাদের একটি স্পেন। ২০১০ ফুটবল বিশ্বকাপের চ্যাম্পিয়নরা বৃহস্পতিবার একটি প্রীতি ম্যাচ খেলেছে জর্ডানের বিপক্ষে। লুইস এনরিকের শিষ্যরা ৩-১ গোলের জয় পেয়েছে সেই ম্যাচে। গোল করেছেন আনসু ফাতি, গাভি ও নিকো উইলিয়ামস।

এবার বিশ্বকাপ রাঙানোর পালা স্পেনের সামনে। এবারের আসরে তারুণ্য নির্ভর এক দল নিয়ে যাচ্ছে স্পেন। সুযোগ থাকা সত্ত্বেও নেই সার্জিও রামোস, থিয়াগো আলকান্তারা, গোলরক্ষক ডেভিড ডে গিয়ার মতো অভিজ্ঞ ফুটবলাররা। যার ফলে বড় কোনো তারকা ছাড়াই খেলতে যাচ্ছে দলটি।

 

 

এনরিকে আস্থা রেখেছেন, পেদ্রি, গাভি, আনসু ফাতি, নিকোসহ এক ঝাঁক তরুণের উপর। তাদেরকে নিয়েই বিশ্বকাপের ফাইনাল খেলতে চান স্প্যানিশ কোচ। জানিয়েছেন ফাইনাল খেলতে হলে, সব মিলিয়ে সাতটি ম্যাচ খেলতে হবে। আর সবগুলোই খেলতে চান এনরিকে। জর্ডানের বিপক্ষে ভালো খেলাতে খুশি তিনি। ফুটবলারদের পরখ করা হয়ে গেছে এতে।

এনরিকে বলেন, ‘ফিফা র‍্যাঙ্কিংয়ে সাত নাম্বার দল আমরা। আমাদের লক্ষ্য কাতারে সাতটি ম্যাচ খেলা (ফাইনাল)। দলকে আমি ভালো খেলতে দেখছি। যদিও বিশ্বকাপের এত কাছাকাছি সময়ে ম্যাচ খেলার সেরা সময় নয় এটি।’

এবারের বিশ্বকাপে স্পেন খেলবে ‘ই’ গ্রুপে। যেখানে কিনা আছে চার বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি ও এশিয়ার অন্যতম জায়ান্ট জাপান। এর বাইরে কোস্টা রিকার মতো ভালো মানের দল আছে। আগামী ২৩ নভেম্বর কোস্টা রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে স্পেন

Get real time updates directly on you device, subscribe now.