2023 Asian Cup: চিন থেকে সরে এশিয়ার বিশ্বকাপও কাতারে
ফিফা বিশ্বকাপের পর এশিয়ার বিশ্বকাপ হিসেবে পরিচিত এএফসি এশিয়ান কাপের আয়োজনও করতে চলেছে কাতার। কোভিড খুব বেড়ে যাওয়ায় ২০২৩ এশিয়ান কাপ ফুটবল আয়োজন থেকে সরে দাঁড়ায়।
ফিফা বিশ্বকাপের পর এশিয়ার বিশ্বকাপ হিসেবে পরিচিত এএফসি এশিয়ান কাপের আয়োজনও করতে চলেছে কাতার। কোভিড খুব বেড়ে যাওয়ায় ২০২৩ এশিয়ান কাপ ফুটবল আয়োজন থেকে সরে দাঁড়ায়। চিন সরে দাঁড়ানোয় দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়ার মত দেশ আগামী বছর এশিয়ান কাপ আয়োজন করতে আবেদন করেছিল এএফসি-র কাছে। কিন্তু হাতে সময় খুব কম থাকায় কাতার বিশ্বকাপ আয়োজনের পরিকাঠামো ব্যবহার করার সুবিধা পাবে বলে তাদের হাতেই তুলে দেওয়া হল ২০২৩ এএফসি এশিয়ান কাপ আয়োজনের দায়িত্ব।