সৌদি আরবের বিপক্ষে যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ
ফুটবল বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে কাল মাঠে নামবে আর্জেন্টিনা। নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হবে মেসিরা। আগামীকাল বাংলাদেশ সময় বিকেল ৪টায় কাতারের লুসাইল স্টেডিয়ামে নামবে আর্জেন্টিনা।
ম্যাচটি নিয়ে এরই মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে। কেমন হবে আর্জেন্টিনার একাদশ। তার আগে দেখে নেওয়া যাক সেই ম্যাচে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ কেমন হতে পারে।
সঙ্গে থাকবেন আলেক্সিস ম্যাকঅ্যালিস্টার। শুরুর দিকে রক্ষণভাগ সামলানোর মূল দায়িত্ব পড়বে মার্কোস আকুনিয়া ও নায়ুয়েল মোলিনার ওপর। তাদের সঙ্গে থাকবেন নিকোলাস ওতামেন্ডি।
আক্রমণভাগে বরাবরের মতো থাকবেন লিওনেল মেসি, আনহেল দি মারিয়া ও লাউতারো মার্তিনেস। এমিলিয়ানো মার্তিনেস তো থাকছেনই গোল রক্ষক হিসেবে।
সৌদি আরবের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
লিওনেল মেসি, নায়ুয়েল মোলিনা, এমিলিয়ানো মার্তিনেস, রদ্রিগো দে পল, মার্কোস আকুনিয়া, নিকোলাস ওতামেন্ডি, ক্রিশ্চিয়ান রোমেরো, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাকঅ্যালিস্টার, আনহেল দি মারিয়া ও লাউতারো মার্তিনেস।