রোমাঞ্চকর জয়ে শেষ আটে আর্জেন্টিনা
শেষ ষোলোতে অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়ে শেষ আটে উঠে গেল আর্জেন্টিনা। ২-০ গোলে পিছিয়ে থেকে গোল দেওয়ার জন্য চেষ্টা করছিল অস্ট্রেলিয়া।
কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। খেলাও আর বেশি বাকি নেই। নির্ধারিত সময় থেকে খেলা যখন ১৫ মিনিট দূরে ঠিক তখনই গুডউইন গোল করে ব্যবধান কমান। এই মূহুর্তে স্কোর ২-১।
মেসির পর গোল করলেন আলভারেজ। অস্ট্রেলিয়ার গোলরক্ষকের ভুলের সুযোগ নিয়ে দারুণ এক গোল করে লিডটা ২-০ করে ফেললেন আলভারেজ।
এর আগে দারুণ এক শটে অস্ট্রেলিয়ার বিপক্ষে লিড এনে দেন লিওনেল মেসি। ৩৫ মিনিটে গোল করেন মেসি। ডি বক্সের ভেতরে বাঁপাশে শট নিয়ে অস্ট্রেলিয়ার রক্ষণ চুরমার করে গোল করলেন আর্জেন্টাইন জাদুকর। এই গোলের পর আর কোনো দল গোলের দেখা পায়নি। যার কারণে ১-০ তে লিড নিয়ে শেষ হল প্রথমার্ধের খেলা।
নিজের প্রফেশনাল ক্যারিয়ারের ১০০০তম ম্যাচ খেলতে নেমে গোল করলেন আর্জেন্টাইন খুদে জাদুকর লিওনেল মেসি। নিজের পঞ্চম ও শেষ বিশ্বকাপ খেলতে এসে নক আউট পর্বে প্রথম গোল করলেন মেসি।
এমন পজিশনে মেসির অসংখ্য গোল করেছেন মেসি। গোলরক্ষক বলের লাইনে গিয়ে চেষ্টা করেছিলেন। কিন্তু মেসির জাদুময় রাতে হার মানতে হয় সবচেষ্টাকেই।