সৌদি লিগে ইতিহাস গড়লেন রোনালদো!

34

Get real time updates directly on you device, subscribe now.

গোল করে রেকর্ড গড়া যেন ক্রিশ্চিয়ানো রোনালদোর নিত্যদিনের কাজ। ক্যারিয়ারের শেষ প্রান্তে এসেও তিনি একের পর এক রেকর্ড তৈরি করে চলেছেন। তার ব্যক্তিগত পারফরম্যান্সের মাধ্যমে নিজেকে যথাযথভাবে প্রমাণ করে চলেছেন তিনি। এবার সৌদি লিগের শেষ ম্যাচে জোড়া গোল করে নতুন ইতিহাস গড়েছেন এই পর্তুগিজ মহাতারকা।

আল ইত্তিহাদের বিপক্ষে তার দলকে বড় জয় এনে দেওয়ার জন্য জোড়া গোল করেছেন রোনালদো। এর মাধ্যমেই তিনি একটি গুরুত্বপূর্ণ রেকর্ড ভেঙেছেন। সৌদি লিগের ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ গোল করার রেকর্ডটি নিজের করে নিয়েছেন রোনালদো। ২০১৮-১৯ মৌসুমে আব্দেররাজাক হামাদাল্লাহর করা ৩৪ গোলের রেকর্ড ভেঙে দিয়েছেন ‘সিআর সেভেন’।

২০২৩ সালের জানুয়ারিতে ফ্রি ট্রান্সফারে আল নাসরে যোগ দেন রোনালদো। ক্লাবটির জার্সিতে এখন পর্যন্ত ৬৯ ম্যাচে তিনি করেছেন ৬৪ গোল। আর চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৪ ম্যাচে তার গোল সংখ্যা দাঁড়িয়েছে ৪৪টিতে।

নতুন ইতিহাস গড়ে রোনালদো সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি লেখেন, ‘আমি রেকর্ডের পেছনে ছুটি না, রেকর্ডই আমার পেছনে ছোটে।’

Get real time updates directly on you device, subscribe now.