দক্ষিণ কোরিয়ার পর মালয়েশিয়াকেও উড়িয়ে দিল বাংলাদেশ!

37

Get real time updates directly on you device, subscribe now.

চতুর্থবারের মতো ‘বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি’ শিরোপা জয়ের মিশনে নেমেছে বাংলাদেশ দল। টুর্নামেন্টে পরপর দুটি জয় তুলে নিয়ে নিজেদের শক্ত অবস্থান প্রমাণ করেছে লাল-সবুজ। মালয়েশিয়ার বিপক্ষে ৭৩-২২ পয়েন্টের বিশাল ব্যবধানে জয়ী হয়েছে আব্দুল জলিলের নেতৃত্বাধীন দলটি। আগামী ২৯ মে নিজেদের তৃতীয় ম্যাচে ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।

একসময় অত্যন্ত জনপ্রিয় খেলা ছিল কাবাডি, তবে সময়ের সাথে সাথে দেশের ঐতিহ্যবাহী এই খেলার জনপ্রিয়তা কমেছে। বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির আয়োজনের মাধ্যমে ফেডারেশন জাতীয় এই খেলাকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে। এবারের চতুর্থ আসরে অংশ নিচ্ছে ১২টি দল।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৬৭-২২ পয়েন্টে হারায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। এই জয় বাংলাদেশ দলকে আরও আত্মবিশ্বাসী করে তোলে এবং তারা মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামে। ম্যাচের প্রথমার্ধে ৩টি লোনাসহ ৩৭-০৪ পয়েন্টে এগিয়ে ছিল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধেও সেই ধারাবাহিকতা বজায় রেখে আরও ৩৬ পয়েন্ট যোগ করে ৬টি লোনাসহ ৭৩-২২ পয়েন্টে মালয়েশিয়াকে হারায় বাংলাদেশ।

ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন আল আমিন। বাংলাদেশ তাদের তৃতীয় ম্যাচে ২৯ মে ইন্দোনেশিয়ার বিপক্ষে লড়বে।

অন্যদিকে, ২৭ মে একই দিনে কেনিয়ার মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা। প্রথমার্ধে কেনিয়া ২৫-১৯ পয়েন্টে এগিয়ে ছিল এবং দ্বিতীয়ার্ধেও অসাধারণ খেলে ৪টি লোনাসহ ৫৬-২৮ পয়েন্টে শ্রীলঙ্কাকে পরাজিত করে। এছাড়া দিনের শেষ ম্যাচে ইরাকের মুখোমুখি হয় উগান্ডা। উভয় দলই হাড্ডাহাড্ডি লড়াই করে, তবে শেষ পর্যন্ত ইরাক ১টি লোনাসহ ৪০-৩৩ পয়েন্টে উগান্ডাকে পরাজিত করে।

এবারের আসরে ১২টি দল দুটি গ্রুপে ভাগ হয়ে প্রতিযোগিতা করছে। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল সেমিফাইনালে মুখোমুখি হবে। ৩ জুন শিরোপার লড়াইয়ের মাধ্যমে এই আসরের সমাপ্তি ঘটবে। স্বাগতিক বাংলাদেশ শিরোপা ধরে রাখতে বদ্ধপরিকর।

Get real time updates directly on you device, subscribe now.