দুর্নীতির দায়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাঁচ কর্মকর্তাকে মোটা অংকের জরিমানা করেছে ফিফা

42

Get real time updates directly on you device, subscribe now.

দুর্নীতির অভিযোগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাঁচ কর্মকর্তাকে শাস্তি দিয়েছে ফিফা, যার মধ্যে রয়েছেন আবু নাঈম সোহাগ এবং সালাম মুর্শেদী। প্রথমে দুই বছরের নিষেধাজ্ঞা পাওয়া সোহাগের শাস্তি আজ বাড়িয়ে তিন বছর করা হয়েছে।

ফিফার তদন্তে উঠে আসে বাফুফের আর্থিক অনিয়মের বিষয়টি। এই তদন্তের ফলে সোহাগকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল, যা আজ বৃদ্ধি করে তিন বছর করা হয়েছে। সোহাগ ছাড়াও, বাফুফের আর্থিক কর্মকর্তা আবু হোসেন এবং অপারেশনস ডিরেক্টর মিজানুর রহমানকেও দুই বছরের জন্য ফুটবল কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছে এবং ১০,০০০ সুইস ফ্রাঙ্ক জরিমানা করা হয়েছে।

বাফুফের সিনিয়র সহ-সভাপতি এবং ফিন্যান্স কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদীকেও ফিফা ১০,০০০ সুইস ফ্রাঙ্ক জরিমানা করেছে। এছাড়া, বাফুফের প্রকিউরমেন্ট ম্যানেজার ইমরুল হাসান শরীফকে ফিফার নির্দেশিত কমপ্লায়েন্স পূরণে ব্যর্থ হওয়ার কারণে সতর্ক করা হয়েছে।

ফিফার এথিকস কমিটির এডজুডিকেটরি চেম্বার সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে। আবু নাঈম সোহাগ, আবু হোসেন, এবং মিজানুর রহমানের সাধারণ দায়িত্ব পালনে ব্যর্থতা, আনুগত্যের অভাব এবং মিথ্যাচারের কারণে শাস্তি দেওয়া হয়েছে।

২০২৩ সালের ১৪ এপ্রিল প্রথমবারের মতো দুই বছরের নিষেধাজ্ঞা পান সোহাগ। আজকের বিজ্ঞপ্তিতে তার নিষেধাজ্ঞার মেয়াদ তিন বছরে বাড়ানো হয়েছে এবং তার মোট জরিমানার পরিমাণ প্রায় ২৬ লাখ টাকা নির্ধারিত হয়েছে।

ফিফার এই সিদ্ধান্তে ফুটবল অ্যাসোসিয়েশনকে আরও সতর্ক ও সৎভাবে কার্যক্রম পরিচালনার জন্য উৎসাহিত করবে। ফিফার এমন কঠোর পদক্ষেপ ফুটবলে স্বচ্ছতা ও শুদ্ধাচার বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

Get real time updates directly on you device, subscribe now.