প্রথম দুই খেলা দেখে মনে হয়েছে ওরা কিছুই পারে না: পাপন!
দিন চারেক পরেই মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশ দল নিয়ে নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারে হতাশা প্রকাশ করেছেন তিনি। তবে শেষ ম্যাচে দাপুটে জয়ে ঘুরে দাঁড়ানোয় বিশ্বকাপ নিয়ে আস্থাও রাখছেন যুব ও ক্রীড়ামন্ত্রী।
আগামী ২ জুন পর্দা উঠবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের যৌথ আয়োজনে বিশ্ব আসরের। বাংলাদেশ দলের যাত্রা শুরু হবে ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে। কিন্তু তার আগে অপেক্ষাকৃত দুর্বল যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে শান্তরা যে পারফরম্যান্স দেখিয়েছে, তাতে হতাশ সমর্থকরা। প্রথম ম্যাচে ১৫৩ রান করে ৫ উইকেটের হারের পর দ্বিতীয় ম্যাচে ১৪৫ রান তুলতেও ব্যর্থ হয়েছে দল।
টানা দুই ম্যাচের ব্যর্থতায় র্যাঙ্কিংয়ের ১৯তম দলের বিপক্ষে সিরিজ হারতে হয়েছে বাংলাদেশকে। এ দুই হারের পর পাপনের মনে হয়েছিল, শান্তরা কিছুই পারে না। তবে হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে ১০ উইকেটের দাপুটে জয়ে আস্থা ফিরেছে তার।
মঙ্গলবার (২৮ মে) গণমাধ্যমের মুখোমুখি হয়ে পাপন বলেন, ‘যে তিনটা খেলা হয়েছে এখন পর্যন্ত, প্রথম দুইটা খেলা দেখে মনে হয়েছে ওরা কিছুই পারে না। আবার তৃতীয়টা দেখে মনে হয়েছে ওরা অসাধারণ। কাজেই আমি বলতে চাইছি ওদের মধ্যে সেই সামর্থ্যটা আছে।’
যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের পর শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলের বিপক্ষে বাংলাদেশের লড়াই করা নিয়েও তৈরি হয়েছে সংশয়। তবে পাপন বলছেন, বিশ্বকাপ খেলতে যাওয়া ১৫ জনের স্কোয়াডের ওপর আস্থা রাখছেন তিনি। প্রত্যাশা করছেন, ভালো খেলা উপহার দেবে শান্ত বাহিনী।
পাপন বলেন, ‘যে যত কথাই বলুক, যে ছেলেগুলো খেলতে গেছে তাদের ওপর পূর্ণ আস্থা আছে। আমার বিশ্বাস ওদের সামর্থ্য আছে। খেলার আসল দিন গিয়ে ভালো খেলতে পারলে অবশ্যই ওরা ভালো খেলবে। আমরা চাই ওরা ভালো খেলুক। হারা-জেতার কথাটা কেউ বলতে পারে না। আমরা চাই ওরা ওদের সেরা খেলাটা খেলতে পারুক বিশ্বকাপে।’
এই আশা আর বিশ্বাস নিয়েই বাংলাদেশ দল টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করতে যাচ্ছে। সমর্থকরা যেমন প্রত্যাশার প্রহর গুনছে, তেমনি পাপন ও বিসিবিও অপেক্ষা করছে দলের সেরা পারফরম্যান্সের জন্য।