আর্জেন্টিনার অলিম্পিক দলে থাকবেন আলভারেজ ও ওতামেন্ডি
কোপা আমেরিকা শেষ হতে না হতেই জুলাইয়ে শুরু হচ্ছে প্যারিস অলিম্পিক। এই অলিম্পিকের ফুটবল ইভেন্টে অংশ নেবে আর্জেন্টিনা। ২০০৮ সালের বেইজিং অলিম্পিকে সর্বশেষবারের মতো ফুটবলে সোনা জিতেছিল আলবিসেলেস্তেরা। কোপা আমেরিকা ও ফিফা বিশ্বকাপের পর এবার অলিম্পিকে স্বর্ণ পুনরুদ্ধারের লক্ষ্যে মাঠে নামবে আর্জেন্টিনা।
অলিম্পিক ফুটবলে সাধারণত দেশের অনূর্ধ্ব-২৩ দল অংশ নেয়। তবে প্রতিটি দলে তিনজন করে ২৩ বছরের বেশি বয়সী খেলোয়াড় রাখা যায়। এই সুযোগ কাজে লাগিয়ে আর্জেন্টিনার কোচ হাভিয়ের মাশচেরানো প্যারিস অলিম্পিকে লিওনেল মেসি ও আনহেল ডি মারিয়াকে খেলাতে চেয়েছিলেন। কিন্তু ডি মারিয়া সোজাসুজি জানিয়ে দিয়েছেন, তিনি এই টুর্নামেন্টে নতুনদের সুযোগ দিতে চান। আর ইনজুরিতে জর্জরিত মেসির জন্য কোপা আমেরিকার পরপরই অলিম্পিকে খেলা প্রায় অসম্ভব।
এতে বোঝাই যাচ্ছে, মেসি ও ডি মারিয়াকে অলিম্পিকে খেলানোর আশা পূরণ হচ্ছে না মাশচেরানোর। তবে কাতার বিশ্বকাপে শিরোপা জেতার পেছনে গুরুত্বপূর্ণ অবদান রাখা দুই খেলোয়াড় হুলিয়ান আলভারেজ ও নিকোলাস ওতামেন্ডি প্যারিস অলিম্পিকে আর্জেন্টিনার হয়ে খেলবেন। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, ২৩ বছরের বেশি বয়সী খেলোয়াড় হিসেবে তারা অলিম্পিকে অংশ নেবেন।
কাতার বিশ্বকাপে ৪ গোল করা ফরোয়ার্ড আলভারেজ এবং দুর্দান্ত নৈপুণ্য দেখানো অভিজ্ঞ ডিফেন্ডার ওতামেন্ডি ইতোমধ্যে তাদের ক্লাব ম্যানচেস্টার সিটি ও বেনফিকার সঙ্গে ঐক্যমত্যে পৌঁছেছেন। এর মানে, ২৩ বছরের বেশি বয়সী আর মাত্র একজন খেলোয়াড় দলে নিতে পারবে আর্জেন্টিনা।
কোপা আমেরিকার পরপরই আলভারেজ ও ওতামেন্ডি আর্জেন্টিনার অলিম্পিক ক্যাম্পে যোগ দেবেন। এতে তারা নিজ নিজ ক্লাবের প্রাক-মৌসুম অনুশীলন ও প্রস্তুতি ম্যাচগুলো মিস করবেন।
অলিম্পিকে ২৩ বছরের বেশি বয়সী তৃতীয় খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হচ্ছে আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে। তিনি ইতোমধ্যে প্যারিস অলিম্পিকে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে এর জন্য তাকে তার ক্লাব অ্যাস্টন ভিলা থেকে অনুমতি পেতে হবে।
এদিকে, ওতামেন্ডির দলে সুযোগ পাওয়ায় ক্রিস্টিয়ান রোমেরো, নাহুয়েল মলিনা এবং নিকোলাস ত্যালিয়াফিকোর অলিম্পিকে খেলার স্বপ্ন পূরণ হচ্ছে না। চেলসির মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ অলিম্পিকে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন, তবে তিনি ২৩ বছরের কম বয়সী হওয়ায় দলে স্থান পেতে পারেন।
প্রি-অলিম্পিক পর্বে আর্জেন্টিনাকে নেতৃত্ব দেয়া থিয়াগো আলমাদা অলিম্পিকে থাকবেন এবং চূড়ান্ত পর্বে ১০ নম্বর জার্সি পরবেন। ফলে বিশ্বকাপজয়ী দলের পাঁচজন খেলোয়াড়কে অলিম্পিকে পাচ্ছে আর্জেন্টিনা। এছাড়াও পোর্তোর মিডফিল্ডার অ্যালান ভারেলাও ২৩ বছরের কম বয়সী হিসেবে দলে ডাক পেতে পারেন।
অলিম্পিকের জন্য ১৮ সদস্যের (রিজার্ভসহ) চূড়ান্ত দল জুলাইয়ের ১ তারিখের মধ্যে প্রকাশ করতে হবে। কোপা আমেরিকা শেষ হওয়ার আগেই অলিম্পিক ফুটবল শুরু হবে, ২৬ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত চলবে। আর্জেন্টিনা গ্রুপ ‘বি’তে মরক্কো, ইরাক এবং ইউক্রেনের বিপক্ষে লড়বে।