বিশ্বকাপ উপলক্ষে মুস্তাফিজকে শুভেচ্ছা জানালো চেন্নাই সুপার কিংস!

31

Get real time updates directly on you device, subscribe now.

২ দিন পর শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত দলগুলো। এই সময়ে মুস্তাফিজুর রহমানকে শুভেচ্ছা জানিয়েছে চেন্নাই সুপার কিংস।

শুক্রবার (৩১ মে) নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে মুস্তাফিজকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছে চেন্নাই সুপার কিংস। পোস্টে বাংলাদেশের বিশ্বকাপ জার্সিতে মুস্তাফিজের ছবি দিয়ে লেখা হয়েছে, ‘জাতীয় কর্তব্যের জন্য ফিজের সবুজ জ্বলে উঠুক।’

মুস্তাফিজ এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন এবং দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন। ৯ ম্যাচে ১৪ উইকেট নিয়ে চমক দেখিয়েছেন তিনি। আইপিএলের শুরুতেই সর্বোচ্চ উইকেটশিকারির পার্পল ক্যাপও ছিল তার দখলে। তবে জাতীয় দলের খেলার জন্য মাঝপথেই আইপিএল ছাড়তে হয়েছে এই পেসারকে।

আইপিএল থেকে ফিরে মুস্তাফিজ জিম্বাবুয়ে ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ খেলেছেন। জিম্বাবুয়ের বিপক্ষে ভালো বোলিং করলেও যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম দুই ম্যাচে তেমন ভালো করতে পারেননি। তবে শেষ ম্যাচে ছন্দে ফিরে ৬ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা।

বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হবে ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে। গ্রুপ পর্বে আরও তিনটি ম্যাচ খেলবে টাইগাররা, যেখানে প্রতিপক্ষ নেদারল্যান্ডস, নেপাল এবং দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপের আগে আগামীকাল (১ জুন) ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

Get real time updates directly on you device, subscribe now.