গিলক্রিস্টের মতে, বাংলাদেশকে অবাক করে দিতে পারে এই দুই দল!
টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। উভয় দলই নিজেদের সেরা প্রস্তুতি নিয়ে মুখিয়ে রয়েছে। যুক্তরাষ্ট্রের কন্ডিশন বোঝার এটাই বড় সুযোগ তাদের জন্য।
বাংলাদেশ এর আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল, কিন্তু বৃষ্টির কারণে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সেই ম্যাচটি বাতিল হয়ে যায়।
শনিবার নিউইয়র্কের নাসাউ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। স্টার স্পোর্টস-১ ও নাগরিক টিভিতে ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে।
এই ম্যাচের আগে অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট বাংলাদেশের জন্য কিছুটা আশঙ্কাজনক ভবিষ্যদ্বাণী করেছেন। গিলক্রিস্টের মতে, এবারের টি-২০ বিশ্বকাপে নেপাল ও নেদারল্যান্ডস অঘটন ঘটাতে পারে, যা বাংলাদেশের জন্য বিপদের কারণ হতে পারে।
গিলক্রিস্ট মনে করেন, রোহিত পৌডেলের নেতৃত্বে নেপালের তরুণ দলটি আন্তর্জাতিক ক্রিকেটে নজর কেড়েছে। অপরদিকে, নেদারল্যান্ডস বরাবরই আইসিসি ইভেন্টগুলোতে শক্ত লড়াই করে। বড় দলগুলোর বিপক্ষে সুযোগ পেলে তারা সেটি কাজে লাগাতে বেশ পটু।
এসইএন রেডিওতে দেওয়া এক সাক্ষাৎকারে গিলক্রিস্ট বলেন, “আমার মনে হয় নেপাল এবার ঝলক দেখাতে সক্ষম হবে। তাদের কিছু তরুণ খেলোয়াড় আছেন যারা গত কয়েক বছরে বড় লিগগুলোতে খেলে আসছে।”
গিলক্রিস্ট আরও যোগ করেন, “গত টি-২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চমক দেখিয়েছিল ডাচরা। এবারও তারা একই গ্রুপে রয়েছে। তারা সবসময়ই আপনাকে বিব্রত করার জন্য প্রস্তুত থাকে।”
এবারের বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেপাল ও নেদারল্যান্ডস। গিলক্রিস্টের মতে, এই গ্রুপে নেপাল ও নেদারল্যান্ডস যেকোনো সময় বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে চমকে দিতে পারে।