গুস-জোনসের তাণ্ডবে কানাডার বিশাল রান পাহাড় টপকে রেকর্ড জয় তুলে নিল যুক্তরাষ্ট্র!

22

Get real time updates directly on you device, subscribe now.

টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের উদ্বোধনী ম্যাচে কানাডার বিশাল সংগ্রহকে তুচ্ছ বানিয়ে বড় জয় তুলে নিয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। এদিন আন্দ্রেস গুস এবং অ্যারন জোনস ব্যাট হাতে তাণ্ডব চালান। গুস আউট হলেও, শেষ পর্যন্ত দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন জোনস।

যুক্তরাষ্ট্র টি-টোয়েন্টিতে নিজেদের সর্বোচ্চ রান তাড়া করার রেকর্ড গড়ে। এর আগে তাদের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড ছিল ১৬৯ রান। রোববার (২ জুন) নিউইয়র্কের ডালাসে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় ম্যাচটি শুরু হয়।

টস হেরে আগে ব্যাট করে কানাডা, নাভনিত ধালিওয়াল এবং নিকোলাস কিরটনের হাফসেঞ্চুরিতে ১৯৪ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়। জবাবে, আন্দ্রেস গুস এবং অ্যারন জোনসের তাণ্ডবে ১৪ বল ও ৭ উইকেট হাতে রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে যুক্তরাষ্ট্র।

কানাডার দেয়া টার্গেটে ব্যাট করতে নেমে প্রথম রান করার আগেই উইকেট হারায় যুক্তরাষ্ট্র। এরপর দলীয় ৪২ রানে দ্বিতীয় উইকেট হারায় তারা। তৃতীয় উইকেটে গুস এবং জোনস জুটি বেঁধে সব শঙ্কা দূর করেন। ম্যাচের সময় যতই বাড়ছিল, এ দুই ব্যাটার প্রতিপক্ষ বোলারদের ওপর তাণ্ডব চালাচ্ছিলেন। শেষ পর্যন্ত দলীয় ১৭৩ রানে গুস আউট হন, ৪৬ বলে ৩ ছক্কা ও ৭ চারে ৬৫ রান করেন।

চতুর্থ উইকেটে কোরি অ্যান্ডারসনকে নিয়ে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন অ্যারন জোনস। তিনি ৪০ বলে ১০ ছক্কা ও ৪ চারে ৯৪ রান করে অপরাজিত থাকেন। তবে ম্যাচ শেষে জোনসের ৬ রানের আক্ষেপ থেকেই যায়। কোরি অ্যান্ডারসন অপরাজিত থাকেন ৩ রানে।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে কানাডার উদ্বোধনী জুটি দুর্দান্ত শুরু করে, নাভনিত ধালিওয়াল এবং অ্যারন জোন্স মিলে প্রথম ৩২ বলেই ৪৩ রান তুলেন। জোন্স ১৬ বলে ২৩ রান করে আউট হলে জুটি ভাঙে। দ্বিতীয় উইকেটে নেমে পারগাত সিং ৫ রান করে রান আউট হন।

তৃতীয় উইকেটে ধালিওয়াল এবং নিকোলাস কিরটন ৬২ রানের জুটি গড়েন। দলীয় ১২৮ রানে ধালিওয়াল আউট হন, ৪৪ বলে ৩ ছক্কা ও ৬ চারে ৬১ রান করেন। এটি ছিল ৯ম আসরের প্রথম অর্ধশতক। পরে কিরটন এবং উইকেটরক্ষক ব্যাটার শ্রেয়াস মোভা ৩১ রানের জুটি গড়েন। দলীয় ১৫৯ রানে ব্যক্তিগত ৫১ রান করে আউট হন কিরটন।

প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা কানাডা প্রথম ম্যাচেই নেদারল্যান্ডসের রেকর্ড ভেঙে দেয়, ১৯৪ রান সহযোগী দেশগুলোর মধ্যে সর্বোচ্চ ছিল। তবে শেষ পর্যন্ত কানাডার রেকর্ডও ভেঙে দিয়ে ম্যাচ জিতে নেয় যুক্তরাষ্ট্র।

Get real time updates directly on you device, subscribe now.