চ্যাম্পিয়ন্স লিগে শিরোপা জয়ের পর রিয়ালের ইতিহাসে জায়গা করে নিলেন আনচেলত্তি!

24

Get real time updates directly on you device, subscribe now.

রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি ইতিমধ্যে ইতিহাস গড়েছেন। তিনি একমাত্র কোচ হিসেবে চারটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছেন। এবার নিজের সেই রেকর্ড আরও মজবুত করলেন এই ইতালিয়ান কোচ। ওয়েম্বলি স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদ ১৫তম বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছে, ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডকে ২-০ গোলে হারিয়ে।

শনিবার (১ জুন) অনুষ্ঠিত ফাইনালে রিয়ালের হয়ে গোল করেন দানি কার্ভাহাল ও ভিনিসিউস জুনিয়র। কোচ হিসেবে এই নিয়ে তৃতীয়বারের মতো রিয়ালকে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতিয়েছেন আনচেলত্তি।

দ্বিতীয় দফায় রিয়ালের কোচ হিসেবে চার মৌসুমে দুইবার চ্যাম্পিয়ন্স লিগ জয় করেছেন আনচেলত্তি। এর আগেও, ২০১৩-১৪ মৌসুমে রিয়ালকে শিরোপা এনে দিয়েছিলেন। এছাড়া এসি মিলানের কোচ হিসেবেও দুইবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। ২০০৩ ও ২০০৭ সালে এসি মিলান তার অধীনে শিরোপা জিতেছিল।

আনচেলত্তি এখন একমাত্র কোচ হিসেবে পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ জয়ের রেকর্ড ধরে আছেন। তার পরেই আছেন জিনেদিন জিদান ও পেপ গার্দিওলা, যারা তিনটি করে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন।

খেলোয়াড় হিসেবেও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অভিজ্ঞতা আছে আনচেলত্তির। এসি মিলানের খেলোয়াড় হিসেবে দুইবার, ১৯৮৯ ও ১৯৯০ সালে, ইউরোপিয়ান সুপার কাপ (বর্তমান চ্যাম্পিয়ন্স লিগ) জিতেছিলেন।

কোচ এবং খেলোয়াড় হিসেবে আনচেলত্তি মোট সাতবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। তার চেয়ে বেশিবার শিরোপা জিতেছে শুধু রিয়াল মাদ্রিদ, ১৫বার। দ্বিতীয় সর্বোচ্চ সাতবারের মালিক আনচেলত্তির সাবেক ক্লাব এসি মিলান। এই হিসেবে, সাবেক ক্লাবের সমান সংখ্যক শিরোপা একাই জিতেছেন তিনি।

আনচেলত্তির তুলনায় চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতায় পিছিয়ে রয়েছে লিভারপুল, বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা, আয়াক্স, ম্যানচেস্টার ইউনাইটেড ও ইন্টার মিলানের মতো দলগুলো। লিভারপুল ও বায়ার্ন ৬টি, বার্সেলোনা ৫টি, আয়াক্স ৪টি, এবং ম্যানচেস্টার ইউনাইটেড ও ইন্টার মিলান ৩টি করে শিরোপা জিতেছে।

Get real time updates directly on you device, subscribe now.