মেসি-সুয়ারেজের গোলেও জয়হীন রইল মায়ামি!
ইনজুরি কাটিয়ে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে বৃহস্পতিবার মাঠে ফেরেন লিওনেল মেসি। সেই ম্যাচে দুর্দান্ত এক গোল করেও দলকে হার থেকে বাঁচাতে পারেননি। ৩-১ গোলে পরাজিত হয়ে মাঠ ছাড়তে হয় ইন্টার মায়ামিকে। সেই ক্ষত না শুকাতেই নতুন করে কষ্ট যুক্ত হয়েছে তাদের শিবিরে। আজকের ম্যাচে মেসি, সুয়ারেজ, এবং আলবা গোল পেলেও জয় পায়নি মায়ামি, প্রতিপক্ষের সঙ্গে পয়েন্ট ভাগ করে মাঠ ছাড়তে হয়েছে তাদের।
রোববার (২ জুন) বাংলাদেশ সময় ভোরে এমএলএসে ওয়েস্টার্ন কনফারেন্সের ১১ নম্বরে থাকা সেন্ট লুইস সিটির বিপক্ষে ৩-৩ গোলে ড্র করে ইন্টার মায়ামি। মায়ামির হয়ে গোল করেন লিওনেল মেসি, লুইস সুয়ারেজ এবং জর্দি আলবা। সেন্ট লুইস সিটির হয়ে গোল করেন ক্রিস ডারকিন, ইন্ডিয়ানা ভাসিলেব এবং একটি আত্মঘাতী গোল হয় লুইস সুয়ারেজের পা থেকে।
ম্যাচজুড়ে মায়ামির ফুটবলাররা দাপট দেখালেও সেন্ট লুইস দু’বার লিড নেয়। ম্যাচের ১৫তম মিনিটে ক্রিস ডারকিনের গোলে পিছিয়ে পড়ে মায়ামি। ২৫ মিনিটে মেসির দুর্দান্ত এক গোল করে সমতা ফেরান। আলবার পাস থেকে বক্সের ভেতর থেকে জোরালো শটে গোল করেন আর্জেন্টাইন অধিনায়ক, যা চলতি মৌসুমে মেসির ২৫তম গোল।
এরপর ৪১ মিনিটে আবারও পিছিয়ে যায় মায়ামি, তবে বিরতির আগেই সুয়ারেজ গোল করে সেই গোল শোধ দেন। পুরো ম্যাচে সাবেক বার্সা তারকাদের মধ্যে সুয়ারেজ, মেসি ও আলবা দারুণভাবে খেলেন। ৬৮তম মিনিটে সুয়ারেজ আত্মঘাতী গোল করে বসেন, কিন্তু ম্যাচের শেষ মুহূর্তে ত্রাতা হয়ে আসেন জর্দি আলবা। ৮৫তম মিনিটে গ্রেসেলের পাস থেকে গোল করেন তিনি। রেফারি প্রথমে অফসাইডের বাঁশি বাজালেও ভিএআরের সাহায্যে গোল দেন।
এই ড্রয়ের ফলে মায়ামি এমএলএসে ইস্টার্ন কনফারেন্সের শীর্ষস্থান ধরে রাখলেও তাদের পিছিয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। ১৮ ম্যাচে ১০ জয় পেয়ে তাদের পয়েন্ট ৩৫, পিছনে থাকা সিনসিনাটি ১৬ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে।
এদিকে, আজকের ম্যাচ খেলে কোপা আমেরিকার জন্য আর্জেন্টিনা দলে যোগ দিতে যাচ্ছেন মেসি। এবারের কোপা আমেরিকা অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। তার আগে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা—৯ জুন শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে ইকুয়েডরের বিপক্ষে এবং ১৪ জুন গুয়েতেমালার বিপক্ষে ওয়াশিংটন ডিসিতে।