ফিজকে নিয়ে অবাক করা মন্তব্য সৌরভ গাঙ্গুলীর!
মুস্তাফিজকে নিয়ে সৌরভ গাঙ্গুলীর চমকপ্রদ মন্তব্য! আইপিএলে দুর্দান্ত পারফর্ম করার পর, বিশ্বকাপেও মুস্তাফিজের ঝলক দেখার অপেক্ষায় আছেন ভারতের সাবেক অধিনায়ক।
আজ প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে মুস্তাফিজ কঠিন চ্যালেঞ্জ তৈরি করবেন, এমনটাই বিশ্বাস সৌরভের। তিনি বলেন, “মুস্তাফিজ বাঙালির গর্ব। তার বোলিং দেখে আমি মুগ্ধ হয়েছি। প্রথম ম্যাচেই বিরাট কোহলির মতো বিশ্বসেরা ব্যাটসম্যানের উইকেট নিয়েছে। পুরো আইপিএল জুড়ে সে দুর্দান্ত ছিল। তাই এবার বিশ্বকাপেও তার দিকে বিশেষ নজর থাকবে।”
গাঙ্গুলী আরও বলেন, “বিশ্বকাপে মুস্তাফিজ দুর্দান্ত করবে বলে আমার বিশ্বাস। তার বল খেলা যে কোনও ব্যাটসম্যানের জন্য কঠিন হবে। প্রস্তুতি ম্যাচে ভারতের কঠিন পরীক্ষা নিতে প্রস্তুত মুস্তাফিজ।”
তিনি আরও যোগ করেন, “বাংলাদেশের কাছে হারলে ভারতের জন্য সেটা হবে লজ্জাজনক। আমি চাই মুস্তাফিজ ভালো করুক, তবে ভারতের বিরুদ্ধে নয়। অন্য যে কোনও দলের বিপক্ষে ভালো করুক। ভারতীয় ব্যাটারদের তার বল সতর্ক হয়ে খেলতে হবে।