দিবালাকে বাদ দেওয়ার কঠিন সিদ্ধান্ত নিয়ে যেন দুনিয়ার সব যন্ত্রণা নিজের ওপর নিয়েছেন স্কালোনি!
একসময় পাওলো দিবালাকে ভাবা হতো আর্জেন্টিনার পরবর্তী মহাতারকা হিসেবে। কিন্তু ৩০ বছর বয়সে এসেও তিনি একাদশে জায়গা পাকা করতে পারেননি। বিশ্বকাপ জিতলেও প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স দেখাতে ব্যর্থ হয়েছেন। এবার যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া কোপা আমেরিকার আসরেও তাকে দেখা যাবে না।
এর আগে আর্জেন্টিনা ইকুয়েডর ও গুয়াতেমালার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে। তবে এই দুই ম্যাচ এবং কোপা আমেরিকার স্কোয়াডে দিবালার জায়গা হয়নি। এ বিষয়ে সোমবার আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি মিডিয়ার সঙ্গে কথা বলেছেন।
স্কালোনি বলেন, “এখানে শুধু দিবালার ব্যাপার নয়। যখন আপনি একজন খেলোয়াড়কে বাদ দেন, বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে, এটা সবসময়ই কঠিন। আমাদের তার প্রতি বিশেষ ভালোবাসা আছে, কিন্তু দল সবার আগে।”
তিনি আরও বলেন, “দলের পজিশনের কথা ভাবতে গেলে, বিশেষ করে কিছু জায়গায় আমাদের সমস্যা রয়েছে। আমাদের সিদ্ধান্ত নিতে হয়েছে। দুনিয়ার সব ব্যথা নিয়ে আমরা দিবালাকে বাদ দিয়েছি।”
রোববার থেকে ফ্লোরিডায় আর্জেন্টিনার অনুশীলন শুরু হয়েছে। একদিন পর দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে লিওনেল মেসির। তার সুস্থতার খবর থাকলেও স্কালোনির অসন্তোষ আছে কিছু খেলোয়াড়ের ফিটনেস নিয়ে। এজন্যই কোপার স্কোয়াড এখনও ঘোষণা করা হয়নি।
স্কালোনি বলেন, “কিছু খেলোয়াড়ের অবস্থা আদর্শ নয়। কিছু জায়গায় খেলোয়াড়দের শারীরিক অবস্থা নিয়ে আমাদের সংশয় আছে। আমাদের অনেক জায়গা কাভার করে তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। এজন্যই দলের সঙ্গে অতিরিক্ত খেলোয়াড় আনা হয়েছে।”
গত বছরের শেষ দিকে আর্জেন্টিনার দায়িত্ব ছাড়তে চান স্কালোনি, এমন গুঞ্জন ছড়িয়েছিল। ৩৬ বছর পর আলবিসেলেস্তেদের বিশ্বকাপ জেতানো কোচ নিজের ভবিষ্যৎ নিয়েও কথা বলেছেন।
স্কালোনি বলেন, “আমার ভবিষ্যৎ? আমি ইতোমধ্যে নভেম্বরে খারাপ সময় কাটিয়েছি। এখন শক্তি যোগাতে ও নিজেকে মেলে ধরতে হবে। এই মুহূর্তে আমি ভালো আছি। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সভাপতি ভিন্ন কিছু না ভাবলে আমি এখানেই আছি।”